প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনী প্রধানসহ নিহত ৩
Wednesday January 24, 2018 , 6:08 pm
এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়
বরিশাল র্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনী প্রধানসহ নিহত ৩
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মাঝের চরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) ভোরে র্যাব-৮ এর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। বরিশাল র্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, সুন্দরবনের বলেশ্বর নদের মাঝের চরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু মুন্না বাহিনীর প্রধান স্বপন প্যাদাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি, তাদের পাথরঘাটার পদ্মা এলাকায় নিয়ে আসার খবর শুনেছি। তবে তাদের বাড়ি কোথায় তা এখন পর্যন্ত জানতে পারিনি।