র্যাব বাদী হয়ে কালকিনি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে
বরিশাল র্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার : বরিশাল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদারীপুরের কালকিনি উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. হেলাল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।মঙ্গলবার (০৮ আগস্ট) রাতে উপজেলার ভূরঘাটা বাজারের উত্তর পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পেশায় রিকশাচালক মো. হেলাল কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন চাঁনপুর এলাকার মৃত ইদ্রিস মিয়ার ছেলে।বরিশাল র্যাব সদর দপ্তর ইমেল বার্তায় জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরবর্তীতে তার সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এই ঘটনায় র্যাব বাদী হয়ে কালকিনি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।