ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম
বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ সার্কেল অফিসার মাহমুদ হাসান
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিট পুলিশিং, কমিউনিটি পু্লিিশং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করার জন্য ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম মাহামুদ হাসানকে আবারো বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত করা হয়েছে। বরিশাল নগরের কাশিপুরস্থ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের সভাকক্ষে আগস্ট মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে তাকে এ পুরস্কার দেওয়া হয়। তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম)। অনুষ্ঠিত অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন, বরিশালের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়া, রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদসহ রেঞ্জের ৬ জেলার পুলিশ সুপাররা।