Current Bangladesh Time
শুক্রবার জুন ২০, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল রূপাতলী বাস টার্মিনালে গাড়ি না ঢুকলেও দিতে হচ্ছে ‘পার্কিং ফি’! 
Sunday April 20, 2025 , 7:17 pm
Print this E-mail this

বাসপ্রতি ৫০ টাকা করে আদায়ের অভিযোগ, বাসচালক ও শ্রমিকদের ক্ষোভ প্রকাশ

বরিশাল রূপাতলী বাস টার্মিনালে গাড়ি না ঢুকলেও দিতে হচ্ছে ‘পার্কিং ফি’!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনালে বাস না ঢুকলেও পার্কিং ফি’র নামে তোলা হচ্ছে টাকা। বাসপ্রতি ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বাসচালক ও শ্রমিকরা। পহেলা বৈশাখ থেকে বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল ইজারা দেয় বরিশাল সিটি কর্পোরেশন। ইজারা পেয়েই পহেলা বৈশাখ থেকে বাস টার্মিনাল থেকে ইজারাদাররা এ টাকা আদায় করছেন বলে জানিয়েছেন দূরপাল্লার বাসচালক ও শ্রমিকরা। পরিবহন শ্রমিকরা অভিযোগ করে বলেন, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুর জেলাসহ বিভিন্ন উপজেলায় চলাচলকারী বাস বরিশাল নগরী হয়ে রাজধানীতে চলাচল করে।বিভিন্ন পরিবহন কোম্পানির ৮৭৪টি বাস নগরীর রূপাতলী হয়ে যাওয়া-আসা করে। যাওয়ার সময় কোনো সমস্যা না হলেও ফেরার সময় বরগুনা ও পটুয়াখালী জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে ছেড়ে আসা বাস থেকে রূপাতলী মোড় এলাকায় লিলি পেট্রোল পাম্পে অবস্থান নেওয়া ইজারাদারের লোক পার্কিং ফি হিসেবে ৫০ টাকা করে নেন। অন্যদিকে ঝালকাঠি ও পিরোজপুর জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে ছেড়ে আসা বাস থেকে টাকা ওঠান টার্মিনালের বিপরীতে অবস্থান নেওয়া লোকজন। চালক ও শ্রমিকরা জানান, একটি গাড়ি বাস টার্মিনালে গিয়ে থামালে পার্কিং ফি আদায় করা যায়। কিন্তু দূরপাল্লার বাস টার্মিনালে প্রবেশ করে না। এমনকি কোনো যাত্রীও ওঠায় না। তারপরও বাস থামিয়ে টাকা নেওয়া হয়। প্রতিবাদ করলে গালাগালি করেন। চালক ও শ্রমিকদের তথ্যমতে, আট শতাধিক বাস থেকে ৫০ টাকা করে নিলে দিনে আদায় ৪০ হাজার টাকা। মাসে ১২ লাখ টাকা। আর বছরে আদায়ের পরিমাণ দাঁড়াবে এক কোটি ৪৪ লাখ টাকা। এ বিষয়ে রূপাতলী বাস টার্মিনালের ইজারাদার মো: কবির খান বলেন, এটা পার্কিং ফি হিসেবে নেওয়া হয়। সিটি কর্পোরেশন থেকে এ ফি নেওয়ার নিয়ম আছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল বারী বলেন, টার্মিনালে প্রবেশ না করলে পার্কিং ফি নেওয়ার নিয়ম নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। বরিশাল বিআরটিএ’র উপ-পরিচালক জিয়াউর রহমান বলেন, বাস টার্মিনালে না গেলে পার্কিং ফি নেওয়া যাবে না। যদি নেয় সেটা সম্পূর্ণ অবৈধ। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
স্বাস্থ্য পরীক্ষার জন্য সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
Image
ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিয়েছে জামায়াত
Image
যান্ত্রিক ত্রুটি : একদিনে এয়ার ইন্ডিয়ার ৭ ফ্লাইট বাতিল
Image
সাবেক এমপি জেবুন্নেছাকে ৩ মামলায় ফের গ্রেপ্তার
Image
একদিনে আরও ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত, ১৩৮ জনই বরিশালের