|
নবীন-প্রবীন সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় বিআরইউ’র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি
বরিশাল রিপোর্টার্স ইউনিটি’র ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঐতিহ্যবাহী বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)-এর ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় সংগঠন কার্যালয়ে শুভেচ্ছা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয়। বরিশালে কর্মরত নবীন-প্রবীন সাংবাদিকদের মিলন মেলায় পরিণত হয় বিআরইউ’র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানটি। বিআরইউ সহ-সভাপতি বিধান সরকার এর সভাপতিত্বে ও কার্যকরী নির্বাহী কমিটির সদস্য সুশান্ত ঘোষ এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা-বার্ষিকী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশালের জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এসময় আরো বক্তব্য রাখেন, বরিশাল বরিশাল রিপোর্টার্স ইউনিটি ’র সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, মোঃ আলী জসিম, সাবেক সাধারন সম্পাদক কামরুল আহসান, যুগ্ম সম্পাদক মাসুক কামাল প্রমুখ। এসময় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বরিশাল বরিশাল রিপোর্টার্স ইউনিটি ’র সাবেক কোষাধাক্ষ্য মিথুন সাহা, দপ্তর ও প্রচার সম্পাদক মুশফিকুর রহমান, সাবেক দপ্তর ও প্রচার সম্পাদক মোঃ অলিউল ইসলামসহ গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা দল মত নির্বিশেষে শতভাগ পেশাদারিত্বের মনোভাব এবং সকলের সহযোগিতায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কর্মকান্ড পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও সাংবাদিকদের পেশাগত উন্নয়নের পাশাপাশি সমাজ উন্নয়নের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
Post Views:
১৪৫
|
|