Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ১৮, ২০২৪ ৫:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সভা অনুষ্ঠিত 
Saturday July 22, 2017 , 8:34 pm
Print this E-mail this

সভাপতি নজরুল বিশ্বাস, সম্পাদক বাপ্পী

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারন সভা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : আইসিটি এ্যক্ট’র ৫৭ ধারা বাতিল সহ ও অন্যান্য যে আইন/নীতিমালা সাংবাদপত্রের স্বাধীনতা তথা অবাধ তথ্য প্রবাহের সাথে সাংঘর্ষিক তা সংশোধন করে মুক্ত সাংবাদিকতা নিশ্চিত করার দাবী জানিয়ে বরিশাল রিপোর্টার্স ইউনিটির ১৭ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংবাদিকতায় পেশাদারিত্ব প্রতিষ্ঠা ও বিকাশের স্বার্থে অবিলম্বে জাতীয়-আঞ্চলিক, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া নির্বিশেষে সকল ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত সরকারি পে-স্কেলের সাথে সমন্বয় করে পূর্ণাঙ্গ ওয়েজবোর্ড ও জেলা শহরে এর পূর্নাঙ্গ বাস্তবায়নসহ সাংবাদিকদের জীবন মান উন্নয়ন, পেনশন ও উতসব ভাতার প্রচলনের দাবী জানানো হয়। সাংবাদিকদের নিপীড়ন ও নির্যাতন বন্ধসহ হলুদ সাংবাদিক প্রতিরোধে মিডিয়া  মালিক ও আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা পালন করার আহবান জানানো হয়। একই সাথে সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ ভুমিকা রাখার আহ্বান জানানো হয়। সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এই বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন আনিসুর রহমান খান। সভায় সস্পাদকীয় রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক কামরুল আহসান। বক্তব্য রাখেন, সাংবাদিক সুশান্ত ঘোষ, বিধান সরকার, নজরুল বিশ্বাস, কামাল মাসুদুর রহমান, খালিদ সাইফুলাহ, বাপ্পী মজুমদার, সুকুমার মিত্র, মাসুক কামাল, মিথুন সাহা, মুশফিক সৌরভ মীর খলিলুর রহমান, রাসেল পাভেজ সোহাগ, মহসিন সুজন, বিপব কর্মকার, তুহিন মিত্র,তন্ময় তপু, এসএ মিনার প্রমুখ। পরে নির্বাচন কমিশনার প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট মানবেন্দ্র বটব্যাল সর্বসম্মতিক্রমে গঠিত সভাপতি-নজরুল বিশ্বাস (চ্যালেন নাইন) সম্পাদক-বাপ্পী মজুমদার (বেঙ্গল বারতা) সহ ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষনা করেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি-বিধান সরকার (একাত্তর টেলিভিশন), যুগ্ম সাধারন সম্পাদক-মাসুক কামাল-(দ্যা এশিয়ান এজ), কোষাধ্যক্ষ-রবিউল ইসলাম (সময়ের বার্তা), দপ্তর ও প্রচার সম্পাদক মুশফিক সৌরভ (বাংলানিউজ টুয়েন্টিফোর) নির্বাচিত হয়। নির্বাহী সদস্যরা হলেন-আনিসুর রহমান খান স্বপন (ঢাকা ট্রিবিউন), কামরুল আহসান (বরিশাল সময়), সুশান্ত ঘোষ, (ডেইলী ষ্টার ও দেশটিভি।




Archives
Image
দাড়ি-গোঁফ চেঁছে ভারতে পালাচ্ছিলেন শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু
Image
বন্ধুর প্রতারণায় নিঃস্ব প্রবাসী, বাউফলের বশিরের বিরুদ্ধে অর্থ আত্নসাতে মামলা!
Image
ভারতে ‘পথ ভুলে’ ট্রেন নেমে গেলো মাঠে, কটাক্ষের শিকার মন্ত্রী
Image
ফেসবুক পোস্টের জেরে ভারতে থাকা বাংলাদেশির ভিসা বাতিল
Image
সোমবার ঢাকায় আসছে জাতিসংঘের তদন্তদল