প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
Tuesday August 14, 2018 , 12:23 pm
একটু দায়ীত্ববোধ নিয়ে চলাচল করে তাহলে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব – মোশারফ হোসেন
বরিশাল মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক : বরিশাল মেট্রোপলিটন নবনিযুক্ত পুলিশ কমিশনার মোশারফ হোসেনের সাথে বরিশালে কর্মরত স্থানীয়, জাতীয় ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর আমতলা মোড়স্থ অস্থায়ী পুলিশ কমিশনার কার্যলয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মাহফুজুর রহমান, মেট্রোপলিটন পুলিশ ডিসি হেড কোয়াটার মোঃ হাবিবুর রহমান খান। মতবিনিময় সভায় বরিশালের সার্বিক পরিস্থিতিতে নিয়ে কথা বলেন বরিশালে কর্মরত স্থানীয়, জাতীয় ও ইলেক্টনিক্স মিডিয়ার বিভিন্নস্থরের রিপোর্টার ও ফটো সাংবাদিক সদস্যরা। মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মোশারফ হোসেন বলেন, আমি মনে করেছিলাম সংবাদ কর্মীরা আইন শৃঙ্খলা ও ক্রাইম নিয়ে কথা বলবেন। এ প্রসঙ্গে কোন কথা উঠে না আসায় বোঝা গেল বরিশালের সার্বিক আইন শৃঙ্খলা ভাল আছে। তিনি বলেন বরিশাল শহরের মান বৃদ্ধি পেলেও সে পরিমানের সড়ক বৃদ্ধি না হওয়ার কারনে একটু যান-জটের সৃষ্ঠি হচ্ছে। বরিশালে নগরায়নের ফলে বিভিন্ন যানবাহনের কারনে কিছু লোকের কর্মসংস্থান হয়েছে। নগরবাসীদের মাঝে একটু সস্তি দিতে হলে যেকোন ভাবেই তাদের মধ্যে সচেতনাতা বৃদ্ধি করতে হবে। পুলিশ কমিশনার আরো বলেন জনসাধারন একটু নিজ নিজ ভাবে সড়কে চলাফেরার ক্ষেত্রে একটু দায়ীত্ববোধ নিয়ে চলাচল করে তাহলে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি বলেন বরিশাল শহর উন্নয়ন হলেও এখানে গাড়ি ও মোটর সাইকেল রাখার কোন পার্কিং ব্যবস্থা না থাকার কারণেই যত্রতত্র গাড়ি পার্কিং-এর ফলে যেখানে সেখানে জ্যামের সৃষ্টি হচ্ছে। এগুলো যাতে আর না হয় সে ব্যবস্থা নেয়ার জন্য চৌকস অফিসার ডিসি ট্রাফিক খাইরুল আলমকে সড়কের সুশৃঙ্খলা ফিরিয়ে আনার নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার মোশারফ হোসেন।