বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি নুরুল ইসলাম অসুস্থ্য
স্টাফ রিপোর্টার : বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম অসুস্থ্য হয়ে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি হয়েছেন।গত শনিবার (০২ সেপ্টেম্বর) রাতে তিনি অসুস্থ্য হয়ে পড়লে দ্রুত শেবাচিমে ভর্তি করা হয়।বর্তমানে তিনি শেবাচিমের ৫ তলায় ৩৩৩ কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।শেবাচিমে দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) হাসান জানিয়েছেন, গত রাতে হঠাৎ বুকে ব্যাথা অনুভব হলে ওসিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ডাক্তারদের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, মূলত: খাবারের অনিময়ের জন্য এসিডিটির সমস্যা হয়েছে।এখন ওসি হাসপাতালে বিশ্রামে আছেন।