মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সরকারী মহিলা কলেজে অনার্স পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ ৭ জনকে আটক করেছে কলেজ প্রশাসন। পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে। আজ (৫ ডিসেম্বর) মঙ্গলবার তাদের কলেজ থেকেই আটক করা হয়। কিন্তু এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন মহিলা কলেজের অধ্যক্ষ মোতালেব হাওলাদার। তিনি জানান এরকম কোন বিষয় ঘটেনি। তবে ঘটনাস্থলে গিয়ে আটকের সত্যতা পাওয়া গেছে। এই ঘটনায় আটককৃতরা হল, ব্রজমোহন কলেজের ছাত্র সুজন সিকদার, একই কলেজের ছাত্র রাজু, সৈয়দ ফজলুল হক কলেজের ছাত্র মোঃ মিজান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ মিলান, মুলাদীর বঙ্গবন্ধু কলেজের ছাত্র মোঃ আমিনুল, ভোলার বাডলা কলেজের ছাত্র মোঃ নুরে আলম ও শাখাওয়াত হোসেন। কলেজ সূত্রে জানা যায়, অনার্স চতুর্থ বর্ষের ইংরেজীর ইমপ্রুভ পরীক্ষার প্রক্সি দিতে গিয়ে বেশ কয়েকজনকে কলেজ প্রশাসনের সন্দেহ হয়। এদের মধ্যে ৭ জনকে হাতে নাতে আটক করা হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। বরিশাল সরকারী মহিলা কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ আব্বাস উদ্দিন জানান, সন্দেহভাজন ভাবে তাদের আটক করা হয়েছে, তবে ছেড়ে দেয়া হবে।