বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আগুন লাগানো সংক্রান্ত মামলায়
বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক খান মামুন ঢাকায় গ্রেপ্তার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আওয়ামী যুবলীগের বরিশাল মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনকে রাজধানী ঢাকার উত্তরার নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (মে ২০) দিবাগত রাতে তার স্ত্রী লাইজু খান সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন সকালেই উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি উত্তরার একটি থানায় পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান লাইজু খান। বরিশাল মহানগর পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খান মামুনকে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে আগুন লাগানো সংক্রান্ত একটি মামলায় গ্রেফতার দেখানো হতে পারে। মাহমুদুল হক খান মামুন সাবেক এমপি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এবং বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাতের ঘনিষ্ঠ রাজনৈতিক সহযোগী হিসেবে পরিচিত।