প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানের চোখ তুলে নেয়ার চেষ্টা
Monday November 5, 2018 , 9:32 pm
ঢাকার বসুন্ধরা সিটি মার্কেট থেকে বের হয়ে পান্থপথে নামামাত্রই ১০-১২ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় তার ওপর
বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা অসীম দেওয়ানের চোখ তুলে নেয়ার চেষ্টা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের চোখ তুলে নেয়ার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার রাত ৮টার দিকে ঢাকার পান্থপথ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ১০-১২ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম চোখ তুলে নেয়ার চেষ্টা চালায়। বর্তমানে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন। অসীম দেওয়ান বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি শওকত হোসেন হিরনের অনুসারী। ছাত্রলীগের স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন বরিশাল আওয়ামী লীগ ও ছাত্রলীগ দুই ভাগে বিভক্ত। মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের অনুসারী হিসেবে পরিচিত। ২০১৪ সালে ৯ এপ্রিল শওকত হোসেন হিরনের মৃত্যুর পর তারা কোণঠাসা হয়ে পড়েন। দলের অপরপক্ষটি আধিপত্য বিস্তার করতে থাকেন। একপর্যায়ে বরিশাল আওয়ামী লীগের রাজনীতি অপর পক্ষের নিয়ন্ত্রণে চলে যায়। এরপর থেকে একাধিকবার মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের ওপর হামলার ঘটনা ঘটে। বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে থাকলেও নির্বাসিতদের মতো বেশিরভাগ সময়ই ঢাকায় অবস্থান করতে হচ্ছে বলে সূত্রটি জানায়। বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন বলেন, রোববার রাত ৮টার দিকে অসীম দেওয়ান বসুন্ধরা সিটি মার্কেট থেকে বের হয়ে পান্থপথে নামামাত্রই ১০-১২ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় তার ওপর। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এবং বিশেষ করে চোখের ওপর আঘাত করে। আশপাশে থাকা সিএনজি চালকরা তাকে রক্ষা করে। বর্তমানে অসীম দেওয়ান হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান বলেন, মহানগর আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার ইন্ধনে হামলা চালানো হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে আমার বাম চোখ তুলে নেয়ার চেষ্টা চালানো হয়। হামলায় আমার শরীরের বিভিন্ন স্থানে জখম ছাড়াও বাম চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে। আমি বাম চোখে দেখতে পাচ্ছি না। চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বাইরে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।