বহিস্কৃত পরীক্ষার্থীর মধ্যে, বরিশাল জেলায় ২ জন এবং ভোলা ও বরগুনা জেলায় ১ জন
বরিশাল বোর্ডে বহিস্কার ৪, অনুপস্থিত ৩২৩
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে আজ শনিবার (০৩ ফেব্রুয়ারি) চার পরীক্ষার্থী বহিস্কার হয়েছে। এছাড়া অনুপস্থিত ছিল ৩২৩ জন পরীক্ষার্থী। বহিস্কৃত পরীক্ষার্থীর মধ্যে, বরিশাল জেলায় দুই জন এবং ভোলা ও বরগুনা জেলায় একজন করে রয়েছে। আজ শনিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এ পরীক্ষার্থী বহিস্কার করা হয় বলে দুপুরে বোর্ডের ওয়েব সাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানাগেছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিতে বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের ১৭২ টি কেন্দ্রে আজ ৮৭ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলো ৩২৩ জন। এরমধ্যে, ভোলা জেলায় ৫৩ জন, বরগুনা জেলায় ৪৩ জন, পটুয়াখালী জেলায় ৬৪ জন, পিরোজপুর জেলায় ২৯ জন, ঝালকাঠি জেলায় ৩৫ জন ও বরিশাল জেলায় ৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। অনুপস্থিত পরীক্ষার্থীর হার দশমিক ৩৭ শতাংশ।