Current Bangladesh Time
বুধবার জুলাই ১৬, ২০২৫ ২:৫৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ 
Saturday December 30, 2017 , 9:22 pm
Print this E-mail this

প্রাথমিকে শীর্ষে বরিশাল বিভাগ, প্রথম গোপালগঞ্জ, ‘পিএসসি’তে শীর্ষে বরিশাল বিভাগ

বরিশাল বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ


বরিশাল বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ। গত বছর ছিল ৯৭ দশমিক ৩৮ শতাংশ। এবার পাসের হার ও জিপিএ ৫ উভয় দিক থেকেই এগিয়ে আছে মেয়েরা। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১টায় বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম ফলাফলের বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, এবার পাসের হার এবং জিপিএ ৫ উভয় দিক থেকেই এগিয়ে আছে মেয়েরা। গড় পাসের হার যেখানে ৯৬ দশমিক ৩২ শতাংশ সেখানে ছেলেদের পাসের হার ৯৫ দশমিক ৫৩ শতাংশ এবং মেয়েদের ৯৭ দশমিক ০১ শতাংশ। প্রাপ্ত ফলাফল সূত্রে জানা যায়, ২০১৭ সালের জেএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ১ শ ২৪ জন। অংশ নেয় ১ লাখ ১৮ হাজার ৩ শ ৯৭ জন শিক্ষার্থী। এরমধ্যে পাস করেছে ১ লাখ ১৪ হাজার ৩৫ জন। উত্তীর্ণদের মধ্যে ৫৩ হাজার ২২৯ জন ছাত্র এবং ছাত্রী সংখ্যা ৬০ হাজার ৪০৬ জন। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন শিক্ষার্থী। গতবছর জিপিএ ৫ পেয়েছিল ১৫ হাজার ৫৭০ জন। এবার জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে ছাত্র ৩ হাজার ২০৮ জন আর ছাত্রী ৫ হাজার ২২৩ জন। বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন ১ হাজার ৭০৪টি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। বরিশাল বোর্ডে মোট কেন্দ্র ছিল ১৭২টি।

প্রাথমিকে শীর্ষে বরিশাল বিভাগ, প্রথম গোপালগঞ্জ
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাত বিভাগের মধ্যে পাসের হার বিবেচনায় শীর্ষে রয়েছে বরিশাল। এ বিভাগের ৯৬ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আর সিলেট বিভাগে পাসের হার সর্বনিন্ম। এ বিভাগে পাসের হার ৯১ দশমিক ৪৬ শতাংশ।এদিকে জেলা বিবেচনায় প্রথম হয়েছে গোপালগঞ্জ। এ জেলায় পাস করেছে ৯৯ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। ৬৪ জেলার মধ্যে ৮৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করায় ঝালকাঠি এবং ৫০৮ উপজেলার মধ্যে ৭১ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করায় যশোর জেলার কেশবপুর উপজেলা রয়েছে সবার নিচে।অন্যদিকে স্কুল বিবেচনায় সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার সবচেয়ে বেশি, ৯৯ দশমিক ৮৬ শতাংশ। পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ৯৯ দশমিক ২৪ শতাংশ, ব্র্যাক পরিচালিত বিদ্যালয়ের ৯৮ দশমিক ৩২ শতাংশ, উচ্চ বিদ্যালয়ের সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়ের ৯৮ দশমিক ১০ শতাংশ, কিন্ডারগার্টেন’র ৯৮ দশমিক ০৬ শতাংশ, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৭ দশমিক ৪৩ শতাংশ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯৫ দশমিক ৭৬ শতাংশ, রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৫ দশমিক ৪৫ শতাংশ পাস করেছে। এছাড়া ১৫০০ বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত বিদ্যালয়ের ৯৪ দশমিক ৫১ শতাংশ, নতুন জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের ৯২ দশমিক ৪১ শতাংশ, নন রেজিস্ট্রার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ দশমিক ৮৪ শতাংশ, অস্থায়ী/অনুমতিপ্রাপ্ত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ দশমিক ৫০ শতাংশ, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ দশমিক ৩৩ শতাংশ, এনজিও পরিচালিত বিদ্যালয়ের ৮৬ দশমিক ৫২ শতাংশ, কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ দশমিক ৪৫ শতাংশ এবং আনন্দ স্কুলের ৭৭ দশমিক ৮০ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

‘পিএসসি’তে শীর্ষে বরিশাল বিভাগ
এবছর প্রাথমিক সমাপনী পিএসসিতে দেশের ৭ বিভাগের মধ্যে পাসের হার সবচেয়ে বেশি বরিশালে। শনিবার সকালে প্রকাশিত প্রাথমিক সমাপনীর ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। প্রকাশিত ফলাফলে দেখা যায়, বরিশাল বিভাগে পাসের হার ৯৬.২২ শতাংশ। আর সবচেয়ে কম পাসের হারে সিলেট বিভাগে (৯১.৪৬)।

  • মুক্তখবর ডেস্ক রিপোর্ট




Archives
Image
বাংলাদেশকে নতুন করে গড়ার জন্যই জুলাই গণঅভ্যুত্থান : ভোলায় নাহিদ
Image
বরিশালে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা
Image
আর্থিক খাতে সরকারের পদক্ষেপ, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের প্রশংসা
Image
প্রাথমিকের ৩২ হাজার শূন্য পদে প্রধান শিক্ষক নিয়োগের নির্দেশ
Image
মাকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে