|
জন্মদিন পালন করলো হাতেম আলী কলেজ ছাত্রলীগ
বরিশাল বিসিসি মেয়র’র জন্মদিন আজ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ৪৭তম জন্মদিন আজ। সিটি মেয়রের জন্মদিন উপলক্ষে আজ (১৯ নভেম্বর) বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মেয়র সাদিক আবদুল্লাহর জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গীর জানান, সিটি মেয়রের জন্মদিন উপলক্ষে আজ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কেক কেটে শুভেচ্ছা জানিয়েছে সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার রাত ১২ টা এক মিনিটে হাতেম আলী কলেজ ক্যাম্পাসে বসে কেক কেটে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। কলেজ ক্যাম্পাসে মেয়রের শুভ জন্মদিনে বরিশাল মহানগর ছাত্রলীগের সংগ্রামী নেতা সৈয়দ নির্জন এর আয়োজন ও উপস্থিতিতে কেক কাটায় অংশ নেয় হাতেম আলী কলেজ ছাত্রলীগ নেতা রাকিব তালুকদার, উওম বাবু, অনিক ইসলাম রানা, জুলফিকার রকি, রাকিবুল ইসলাম জিসান, মুয়াজ সিকদার, আছিপ, উচ্ছাস, রায়হান ইসলাম, রনি, শিবলিসহ অন্যান্য কর্মীরা। এসময় সবাই মিলে বরিশাল বাসীর কাছে সিটি মেয়রের জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করে।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
Post Views:
১,৫১১
|
|