বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিদেশি পতাকা উত্তোলন নিষিদ্ধ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাশিয়া বিশ্বকাপ উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের বিদেশি পতাকা উত্তোলন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশের জাতীয় পতাকার মর্যাদা সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি স্বাক্ষরিত সেই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় অনেকেই বিশ্ববিদ্যালয়ে যত্রতত্রভাবে ভিনদেশি বিভিন্ন পতাকা উত্তোলন করেছে। যা পতাকা আইন অনুযায়ী সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিশ্ববিদ্যালয়ে ভিনদেশি কোন ধরনের পতাকা বিশ্ববিদ্যালয়ে উত্তোলন না করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এরপরও কেউ ভিনদেশি পতাকা উত্তোলন করলে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।