কর্তৃপক্ষ একই দিনে বাংলা নববর্ষ এবং মুজিবনগর দিবস পালন করে
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক : বাংলা ১৪২৫ বর্ষবরণ উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ (১৭-০৪-১৮) সকাল ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হওয়া মঙ্গল শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক। শোভাযাত্রাটি বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়া দিনভর বৈশাখী মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৈশাখী মেলায় বিভিন্ন ধরনের ২৩টি স্টল স্থান পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক বলেন, ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এই দিবসটি বাংলাদেশের জন্য অত্যন্ত আনন্দের। তাই বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই দিনে বাংলা নববর্ষ এবং মুজিবনগর দিবস পালন করে।