Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ৪:৫৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাসের হার ১৫.৬০ শতাংশ 
Monday November 27, 2017 , 7:18 pm
Print this E-mail this

ফলাফল বিশ্লেষণ করে পাওয়া গেছে ৩টি ইউনিটে ফেলের হার ৮৪.৪০ শতাংশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাসের হার ১৫.৬০ শতাংশ


স্টাফ রিপোর্টার : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।রোববার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় অনলাইনে প্রকাশিত এ ফলাফলে ‘ক’ ইউনিটে পাসের হার ১৯.৭৯ শতাংশ,‘খ’ ইউনিটে পাসের হার ৮.২২ শতাংশ এবং ‘গ’ ইউনিটে পাসের হার ১৩.০১ শতাংশ।ফলে ৩টি ইউনিটে গড় পাসের হার ১৫.৬০ শতাংশ।ফলাফল বিশ্লেষণ করে পাওয়া গেছে ৩টি ইউনিটে ফেলের হার ৮৪.৪০ শতাংশ। পাস করেছে মাত্র ১৫.৬০ শতাংশ।বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান,কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন,জীববিজ্ঞান অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমান, রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম,ফলাফল প্রস্তুতকরণ ও তথ্য প্রদান ইউনিটের সমন্বয়ক সিএসই বিভাগের চেয়ারম্যান বঙ্গবন্ধু হলের প্রভোস্ট রাহাত হোসাইন ফয়সাল,প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. সুব্রত কুমার দাস,শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি শেরে-বাংলা হলের প্রভোস্ট মো. ইব্রাহীম মোল্লা,সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া,বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগের বিভাগীয় প্রধান,শিক্ষকমণ্ডলী,বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। ফল প্রকাশ অনুষ্ঠানে উপাচার্য উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন,পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ই একমাত্র পথিকৃৎ যেখানে ভর্তি পরীক্ষা পদ্ধতিতে প্রচলিত ‘ঘ’ ইউনিট বাতিল করা হয়েছে এবং ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে পরীক্ষা কেন্দ্রে অত্যাধুনিক ইলেকট্রনিক জ্যামার স্থাপন করেছে।ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd – এ পাওয়া যাবে।

 




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা