শিক্ষার্থী ও তার পরিবার বর্তমানে আতংকে দিন যাপন করছেন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার হুমকি, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মোবাইল ফোনে জীবন নাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। যার পরিপেক্ষিতে ঐ শিক্ষার্থীর বাবা গত ১৭ ই মার্চ শনিবার এয়ারপোর্ট থানায় একটি সাধারন ডায়রি করেন, যার জিডি নং ৬০৪। ডায়রি সূত্রে জানাযায়, গত বেশ কিছুদিন যাবৎ বরিশাল বিশ্ব বিদ্যালয়ের গণিত বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও নগরীর বিমান বন্দর থানাধীন লুৎফর রহমান সড়কের বাসিন্দা এ্যাড. আ: মন্নান মৃধার ছোট মেয়ে জান্নাতুল নওরিন উর্মিকে মোবাইল ফোনে অপরিচিত নম্বর (০১৯১৬- ৮৪৩৭০৭) থেকে কল দিয়ে জীবন নাশের হুমকি দেয়। শুধু তাই নয়, খুন করিয়া লাশ ব্রীজের উপর থেকে নদীতে ফেলে দেওয়ারও হুমকি দেয় এবং পরবর্তীতে উক্ত নম্বরে আ: মন্নান মৃধা নিজে ফোন করলে, তার সাথেও খারাপ আচরণ করা হয় বলে জানা যায়। ভুক্তভোগী ঐ শিক্ষার্থী ও তার পরিবারের দাবী তারা বর্তমানে আতংকে দিন যাপন করছেন। অতি দ্রুত যেন অপরাধী দের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জোর দাবী জানায় আতংকে থাকা এই পরিবারটি।