|
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘বিশ্ব প্রামান্য ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি অর্জন করায়
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা
স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ অন্তভুক্তির মাধ্যমে ‘বিশ্ব প্রামান্য এতিহ্য’ হিসাবে স্বীকৃতি অর্জন করে। ঐতিহাসিক এ অর্জনকে বর্ণিলভাবে উদযাপনের লক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অংশগ্রহনে আজ (০৬-১২-১৭) বুধবার সকাল ১০টায় এক জমকালো আনন্দ শোভাযাত্রা র্যালি বের করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. এস এম ইমামুল হকের নেতেৃত্বে অনুষ্ঠিত হয় র্যালি। এসময় আনন্দ শোভা যাত্রা র্যালিতে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহাবুব হাসান, বিশ্ববিদ্যালয়েরে বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্টার, প্রক্টর, প্রোভোস্ট, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, পরিচালক, দপ্তর প্রধানগণ, ২০বিভাগ সহ বঙ্গবন্ধু হল, শেরে বাংলা হল, শেখ হাসিনা হলের শিক্ষার্থী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নীল দল, বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স এসোসিয়েশন, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তি যুদ্ধ ৭১ ববি শাখা, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, বিএনসিসির সেনা ও নৌ শাখা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী কল্যাণ, পরিষদসহ স্ব স্ব বিভাগ ও সংগঠনের ব্যানার প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে নেতৃবৃন্দ অংশ নেয়। আনন্দ শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে ক্যাম্পাস সংলগ্ন বরিশাল-পটুয়াখালী-বরিশাল-ভোলা মহা সড়ক প্রদক্ষিন করে পুনরায় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। এছাড় সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় মুক্ত মঞ্চে বিশ্ববিদ্যালয়ের ১৪টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরন করা হয়। কম্বল বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসরর ড. এস এম ইমামুল হক ও ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহাবুব হাসান। এসময় ১৪টি সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। একই সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য। অন্যদিকে সন্ধা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষন প্রদর্শন ও (ববি) সাংস্কৃতিক পরিষদের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়।
- শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
২৪০
|
|