Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১, ২০২৫ ৬:২১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগে সংরক্ষণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার চামড়া 
Tuesday June 10, 2025 , 4:49 pm
Print this E-mail this

বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য পর্যালোচনা করে এ চিত্র

বরিশাল বিভাগে সংরক্ষণ করা হয়েছে ১ লাখ ৮০ হাজার চামড়া


মুুুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিভাগের ৬ জেলার মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং এবং বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ীদের মাধ্যমে এ বছর কোরবানির ১ লাখ ৮০ হাজার ৫১৮টি গরু, মহিষ ও ছাগলের চামড়া সংগ্রহ করে লবণ দিয়ে সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে গরু ও মহিষের চামড়া সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৬৯৩টি এবং ছাগলের চামড়ার সংখ্যা ১৩ হাজার ৮২৫টি। বরিশাল বিভাগ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের কন্ট্রোল রুমে পাঠানো তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে। বিভাগটির জেলাগুলোর মধ্যে বরিশালের বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৩৪ হাজার ২৩২টি গরু ও মহিষ এবং ৫ হাজার ২১০টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ২০ হাজার ১৮৯ পিস গরু ও মহিষ এবং ১ হাজার ৬৫৭টি ছাগলের চামড়া। জেলাটিতে গরু ও মহিষের ৫৪ হাজার ৪২১টি এবং ছাগলের ৬ হাজার ৮৬৭টি চামড়া সংরক্ষণ করা হয়েছে। ঝালকাঠির বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৩ হাজার ৭৪৫টি গরু ও মহিষের চামড়া এবং ৭৭০টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। আর মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৭ হাজার ৭৫২টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৪১টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১১ হাজার ৪৯৭টি গরু ও মহিষ এবং ১ হাজার ৮১১টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। পিরোজপুরের বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৭ হাজার ৮০০টি গরু ও মহিষ এবং ৩৫০ ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৯ হাজার ১৮৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩৭টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১৬ হাজার ৯৮৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩৮৭টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। বরগুনার বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ৪ হাজার ৩৫৮টি গরু ও মহিষ এবং ৪৯৯টি ছাগলের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ৬ হাজার ৬৪২টি গরু ও মহিষ এবং ৯৫৬টি ছাগলের চামড়া। জেলাটিতে মোট ১১ হাজার গরু ও মহিষ এবং ১ হাজার ৪৫৫টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। ভোলার বিভিন্ন আড়ত, ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ১৭ হাজার ২০০ গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে ১৮ হাজার ৫৪৪টি গরু ও মহিষ এবং ১ হাজার ৩০০ ছাগলের চামড়া। জেলাটি মোট ৩৫ হাজার ৭৪৪টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৩০০টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে। পটুয়াখালীর বিভিন্ন আড়ত ফড়িয়া ও মৌসুমি ব্যবসায়ী ২৭ হাজার ১৪৯টি গরু ও মহিষের চামড়া সংরক্ষণ করেছে। মাদরাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিংয়ে সংরক্ষণ করা হয়েছে ৯ হাজার ৮৯৬টি গরু ও মহিষ এবং ১ হাজার ৫টি ছাগলের চামড়া। জেলাটি মোট ৩৭ হাজার ৪৫টি গরু ও মহিষের চামড়া এবং ১ হাজার ৫টি ছাগলের চামড়া সংরক্ষণ করা হয়েছে।




Archives
Image
সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
Image
আবু সাঈদ হত্যা, ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
Image
এইচএসসি পরীক্ষার্থী মাহিরাকে চেতনানাশক দিয়ে অজ্ঞান করেন এক নারী
Image
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষ, হেলপারসহ নিহত ২
Image
অতিরিক্ত মদ্যপানে কুয়াকাটায় পর্যটকের মৃত্যু