Current Bangladesh Time
রবিবার জুলাই ৬, ২০২৫ ৩:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৮০ 
Tuesday May 22, 2018 , 7:51 pm
Print this E-mail this

উদ্ধার করা হয়েছে ১ হাজার ২৪১ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা

বরিশাল বিভাগে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৮০


দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল রেঞ্জাধীন ৬ টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় চলছে মাদক বিরোধী অভিযান। গত ২৪ ঘন্টায় ৬ জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে মাদকের সাথে সংশ্লিষ্টতার জন্য ৫২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া বরিশাল নগরীতে গত ৪ দিনের মাদক বিরোধী অভিযানে ২৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৃথক প্রেস বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল রেঞ্জ ডিআইজি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় রেঞ্জের ৬ টি জেলা (বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, পিরোজপুর, বরগুনা) অভিযান চালিয়ে পুলিশ ৬১৩ পিস ইয়াবা, ৩.৯৭৫ কেজি গাঁজা, ৩.৫ কেজি গাঁজার গাছ ও ৩০০ মিঃলিঃ দেশী মদ তৈরীর উপকরণ উদ্ধার করেছে। এ ঘটনায় মোট ৩৭ টি মামলা রুজু ও মাদকের সাথে সংশ্লিষ্টতার জন্য ৫২ জনকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. নাসির উদ্দিন মল্লিক জানান, গত ৪ দিনে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ২৪১ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা। মাদক বিরোধী এই অভিযানে নগরীর ৪ থানা এবং গোয়েন্দা পুলিশ সদস্যরা অংশ নিচ্ছে। অভিযান জোড়দার করতে নগরীর মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সহ ১৯ কর্মকর্তাকে দুদকের তলব
Image
প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি : নাহিদ
Image
বরিশালে পুলিশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনে আইজিপি
Image
সড়ক দুর্ঘটনায় পা হারানো সাগরের পাশে বরিশাল জেলা প্রশাসক
Image
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা