Current Bangladesh Time
শনিবার অক্টোবর ১২, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৮০ 
Tuesday May 22, 2018 , 7:51 pm
Print this E-mail this

উদ্ধার করা হয়েছে ১ হাজার ২৪১ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা

বরিশাল বিভাগে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৮০


দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বরিশাল রেঞ্জাধীন ৬ টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় চলছে মাদক বিরোধী অভিযান। গত ২৪ ঘন্টায় ৬ জেলার বিভিন্ন থানার পুলিশ অভিযান চালিয়ে মাদকের সাথে সংশ্লিষ্টতার জন্য ৫২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়া বরিশাল নগরীতে গত ৪ দিনের মাদক বিরোধী অভিযানে ২৮ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৃথক প্রেস বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল রেঞ্জ ডিআইজি ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ। বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম জানান, গত ২৪ ঘন্টায় রেঞ্জের ৬ টি জেলা (বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, ভোলা, পিরোজপুর, বরগুনা) অভিযান চালিয়ে পুলিশ ৬১৩ পিস ইয়াবা, ৩.৯৭৫ কেজি গাঁজা, ৩.৫ কেজি গাঁজার গাছ ও ৩০০ মিঃলিঃ দেশী মদ তৈরীর উপকরণ উদ্ধার করেছে। এ ঘটনায় মোট ৩৭ টি মামলা রুজু ও মাদকের সাথে সংশ্লিষ্টতার জন্য ৫২ জনকে গ্রেফতার করা হয়। মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি) মো. নাসির উদ্দিন মল্লিক জানান, গত ৪ দিনে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১ হাজার ২৪১ পিস ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা। মাদক বিরোধী এই অভিযানে নগরীর ৪ থানা এবং গোয়েন্দা পুলিশ সদস্যরা অংশ নিচ্ছে। অভিযান জোড়দার করতে নগরীর মাদক ব্যবসায়ীদের তালিকা করা হয়েছে।

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক




Archives
Image
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮১
Image
‘ক্রসফায়ারের নামে’ ছাত্রদল নেতাকে হত্যা: শেখ হাসিনার ফুপাতো ভাইসহ আসামি অর্ধশত
Image
বরিশালে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ রাখায় এলাকাবাসীর মানববন্ধন
Image
পটুয়াখালীতে ধরা পড়েছে ২ কেজি ২৮০ গ্রাম ওজনের এক ইলিশ
Image
কর্মবিরতিতে বরিশাল শেবাচিম হাসপাতালের নার্সরা