Current Bangladesh Time
সোমবার অক্টোবর ২০, ২০২৫ ১১:৫৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিভাগীয় ডিআইজি’র নির্দেশনায় পুলিশের তথ্য/অভিযোগ বক্স স্থাপন 
Monday September 11, 2017 , 1:02 pm
Print this E-mail this

এ অভিযোগ বক্স জেলার অন্যান্য পৌর শহর এলাকায় স্থাপন করা হবে

বরিশাল বিভাগীয় ডিআইজি’র নির্দেশনায় পুলিশের তথ্য/অভিযোগ বক্স স্থাপন


স্টাফ রিপোর্টার : বরিশাল বিভাগীয় ডিআইজি মো. শফিকুল ইসলামের নির্দেশনায় পিরোজপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ‘জনসমাগম’ স্থানে পুলিশের তথ্য/অভিযোগ বক্স স্থাপনের উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. ওয়ালিদ হোসেন।রবিবার দুপুরে শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সড়কের মোড়ে এর উদ্বোধন করা হয়।খোঁজখবর নিয়ে জানা গেছে, জেলা সদরের মসজিদ মোড়, সিও মোড়, পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রাথমিকভাবে স্থাপন করা হয়েছে।পর্যায়ক্রমে জেলার বিভিন্ন পৌর এলাকায় এ অভিযোগ বক্স স্থাপন করা হবে।জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি, জনসাধারণের সেবা সহজতর করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।পিরোজপুর পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন কার্যক্রম উদ্বোধন পরবর্তীতে সংবাদিকদের সাথে আলাপকালে জানান, ডিআইজি মহোদয়ের নির্দেশনায় আমরা আমাদের কার্যক্রম শুরু করেছি।শহরের তিনটি জনগুরুত্বপূর্ণ স্থানে বক্স বসানো হয়েছে।এ অভিযোগ বক্স জেলার অন্যান্য পৌর শহর এলাকায় স্থাপন করা হবে।তিনি আরো বলেন, কোন ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে হয়রানির উদ্দেশে অভিযোগ না দেয়ার আহবান জানিয়ে বলেন, অভিযোগ হতে হবে সত্য, বস্তুনিষ্ঠ, সুর্নিদৃষ্ট অভিযোগে অভিযোগকারীর পরিচয়সহ।তথ্য/অভিযোগ বক্স উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আযাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈনুল আহসান, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুমুর রহমান, ওসি (তদন্ত) মো. হাসনাইন প্রমুখ।




Archives
Image
শাহজালালের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে : মহাপরিচালক, ফায়ার সার্ভিস
Image
বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৬ রোগী
Image
বরিশালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে সভায় সিইসি
Image
জাতীয় নির্বাচনে ধানের শীষে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান রহমাতুল্লাহ্’র
Image
ঝুঁকিপূর্ণ ঘোষণার ১০ বছর পর বরিশালে ৩৫টি ভবন ভাঙা শুরু