বরিশাল বিএম কলেজ ছাত্রাবাসে পুলিশি অভিযান,ধারালো অস্ত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার : বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর কলেজের ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক ছাত্রাবাসে অভিযান চালিয়ে ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।কলেজ কর্তৃপক্ষের সহায়তায় মঙ্গলবার গভীর রাতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন,বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানা পুলিশের ওসি শাহ্ মো. আওলাদ হোসেন মামুন।ওই থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন জানিয়েছেন,ছাত্রাবাসের রুমগুলো থেকে একটি চাইনিজ কুড়াল,একটি চাপাতি,১০টি ছোট রড,৯টি পাইপ,একটি দা ও ১টি চাকু উদ্ধার করা হয়।এ সময় ছাত্রাবাস থেকে কাউকে আটক করা না হলেও ক্যাম্পাস থেকে শুভ নামে এক বহিরাগতসহ দু’জনকে আটক করে পুলিশ।পরবর্তীতে বুধবার (১৫ নভেম্বর) আটকদের ৫৪ ধারায় আদালতের কাছে সোপার্দ করা হয়েছে।