Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৮:০৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় 
Sunday November 25, 2018 , 11:25 am
Print this E-mail this

ছাত্র সংসদের নামে ২শ টাকা নির্ধারন থাকলেও তা বাড়িয়ে ৪শ ৫০ টাকা করা হয়েছে

বরিশাল বিএম কলেজে শিক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বরিশাল বিএম কলেজে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি পেশ করেছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। গত শনিবার সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনের মুখপাত্র সমাজ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মোজাম্মেল সাগর জানান, চতুর্থ বর্ষের ফরম পূরণে প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি’র থেকে অতিরিক্ত টাকা আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশন চার্জ ২ হাজার টাকা নির্ধারিত হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ৯০৫ টাকা বেশি রাখা হচ্ছে। ছাত্র সংসদের নামে ২শ টাকা নির্ধারন থাকলেও তা বাড়িয়ে ৪শ ৫০ টাকা করা হয়েছে। অথচ ছাত্র সংসদের কোন সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না। এছাড়াও বিভিন্ন খাত দেখিয়ে মোট সাড়ে ৬ হাজার টাকা আদায় করে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। আমাদের দাবী ফরম পূরণে প্রতি বিভাগ থেকে ২ হাজার টাকা কমিয়ে রাখতে রাখতে হবে। আর তাই সকালে আমরা ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছি। পরে অধ্যক্ষ বরাবর দাবী সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছি। একই দাবীতে রোববার পূণরায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলেও জানিয়েছেন ওই ছাত্র প্রতিনিধি। এ প্রসঙ্গে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. শফিকুর রহমান সিকদার বলেন, আমরা কোন বর্ষের সেশন চার্জ বৃদ্ধি করিনি। তবে শিক্ষার্থীদের দাবীর বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা