Current Bangladesh Time
সোমবার জুলাই ১৪, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা 
Monday June 30, 2025 , 5:51 pm
Print this E-mail this

শিক্ষক সংকট দূরীকরণসহ পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীরা

বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শিক্ষক সংকট দূরীকরণসহ পাঁচ দফা দাবিতে সপ্তাহখানেক ধরে চলা আন্দোলনের অংশ হিসাবে এবার প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (জুন ৩০) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা তালা ঝুলিয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দেন। এরপর দাফতরিক কাজে বরিশালের বাইরে থাকায় কলেজ অধ্যক্ষ ড. তাইজুল ইসলামকে ছাড়াই অন্যান্য শিক্ষকরা তাদের ডেকে নিয়ে সভা করেন। তবে কলেজ অধ্যক্ষ মঙ্গলবার বরিশাল ফিরলে ফের সভা হবে বলে জানান শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়াসহ অন্যরা। তবে মঙ্গলবার কলেজে ভর্তি ও পরীক্ষা কার্যক্রম চলবে বলে জানিয়েছে আন্দোলনরতরা। দাবি আদায়ে না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না বলে জানায় তারা। শিক্ষার্থীদের পাঁচটি দাবি হলো-বহুতল বিশিষ্ট হল নির্মাণ, আধুনিক লাইব্রেরি, অডিটোরিয়াম নির্মাণ এবং কলেজগেট আধুনিকায়ন, জলাবদ্ধতা নিরসনে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা, বার্ষিক বাজেট বৃদ্ধি এবং পরিবহন ও শিক্ষক সংকট নিরসন। এ দাবিগুলো আদায়ে তারা স্মারকলিপি পেশ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সবশেষ ব্লকেড করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলেন, ১৩৬ বছরে পদার্পণ করা এই কলেজকে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলা হয়। প্রতিষ্ঠাকাল থেকে ব্রিটিশবিরোধী আন্দোলন, ৭১-এর স্বাধিকার আন্দোলন, ৯০-এর গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২৪-এর বিপ্লবে বরিশাল নেতৃত্ব দিয়েছে। বর্তমানে এই কলেজে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছেন। কিন্তু ৩০ হাজার শিক্ষার্থীর মাত্র ৫ শতাংশ হল সুবিধা ভোগ করেন। বর্তমানে কলেজের শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই ক্যাম্পাসে একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড