প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল বিএনপি নেতা শিরিনের বাসায় গভীর রাতে পুলিশের তল্লাশি
Thursday February 8, 2018 , 12:00 pm
নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদে তল্লাশি চালানো হয়েছিল – ওসি শাহ মো. আওলাদ হোসেন
বরিশাল বিএনপি নেতা শিরিনের বাসায় গভীর রাতে পুলিশের তল্লাশি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিনের বাস ভবনে বেশ কয়েক দফা অভিযান চালিয়ে পুলিশ। এ সময় পুলিশ ঘরের ভেতরে এবং বাইরে ব্যাপক তল্লাশি চালিয়েছে। কিন্তু এই সময় বিএনপি নেতা শিরিন বাসায় ছিলেন না। বুধবার (০৭ ফেব্রুয়ারি) রাতে বরিশাল নগরীর গোড়াচাঁদ দাস রোডের বাসায় এই অভিযান চালানো হয়েছে। অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন জানান, বুধবার রাত ৯টার দিকে কোতয়ালি মডেল থানা পুলিশের ৮ থেকে ১০ জনের একটি টিম তার বাসায় যান। তাকে না পেয়ে তারা সেখান থেকে চলে যায়। এর পরে রাত সাড়ে ১১টার দিকে আবারও তারা বাসায় এসে নিচতলা, দ্বিতীয় তলা এমনকি বাড়ির আশপাশেও তল্লাশি করে থানা পুলিশ। বিএনপি নেতা শিরিন অভিযোগ করেছেন, পুলিশ তাকে (শিরিন) না পেয়ে তার ভাইকে হুমকি দিয়েছে। এসময় বলেছে বৃহস্পতিবার কোন ঝামেলা হলে তিনি এবং তার ভাইকে ধরে নিয়ে যাবে। এই ঘটনার নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে শিরিন বলেন, আমি আমার বাসায় এসেছি। সেখানেও পুলিশের গায়ে ব্যথা হয়েছে ? আমি কি আমার বাসায়ও আসতে পারবো না। তাছাড়া আমি কি সেই ধরনের কর্মী যে আমার বাসায় এসে এভাবে তল্লাশি চালিয়েছে। এটা পুলিশের কোন ধরনের বাড়াবাড়ি বলে প্রশ্ন রাখেন বিএনপি’র এই নেত্রী। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন জানান, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদে তল্লাশি চালানো হয়েছিল। কিন্তু কাউকে পাওয়া যায়নি।