Current Bangladesh Time
বুধবার আগস্ট ১০, ২০২২ ৮:৪৫ অপরাহ্ণ
Latest News

প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে মরিয়ম নামের এক মহিলার লাশ উদ্ধার 
Thursday January 13, 2022 , 4:27 pm
Print this E-mail this

শরীরে কাপড় চোপড় ছিল না ও মাথায় বড় ধরনের আঘাত এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে

বরিশাল বাবুগঞ্জের সন্ধ্যা নদী থেকে মরিয়ম নামের এক মহিলার লাশ উদ্ধার


বাবুগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া সংলগ্ন সন্ধ্যা নদীর একটি শাখা খাল থেকে মরিয়ম বেগম (৪০) নামের এক মধ্য বয়সী নারীর মৃত দেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (জানুয়ারী ১৩) সকালে নিহত মরিয়মের নিজ বাড়ির আঙিনা থেকে প্রায় ১০০ফুট দূরত্বে সন্ধ্যা নদীর শাখা খালে তাঁর লাশ ভাসতে দেখা যায়। পরে বাবুগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খালে ভাসতে থাকা মরিয়মের লাশ উদ্ধার করেন। মরিয়ম বেগম ভূতেরদিয়া গ্রামের মৃত হারুন হাওলাদার স্ত্রী গতবছর ডিসেম্বরে হারুন হাওলাদার পার্থক্য জনিত রোগে মারা যান। তাদের ৫সন্তানদের মধ্যে ২মেয়ে ও ৩ছেলে। মেয়েদের বিয়ে হয়েছে এবং ৩ছেলের মধ্যে ২জন ঢাকায় চাকুরী করেন। মরিয়ম বেগম তাঁর ছোট ছেলেকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন। স্থানীয় মাসুম মৃধা জানান, মহিলার সাথে কারো কোন জমিজমা নিয়ে বিরোধ ছিল না। তাঁর স্বামী হারুন হাং ছিলেন একজন ভালো মানুষ তিনি বাজারে কাঁচামাল বিক্রি করতেন। তাদের কোন তেমন জমিজমাও নাই যে মানুষের সাথে জমিজমা নিয়ে বিরোধ থাকবে। নিহত মরিয়মের ভাই উপজেলার আগরপুর ইউনিয়নের সাইফুল ইসলাম জানান, গতকাল বুধবার তার ছোট ভাগ্নে বেড়াতে গিয়েছিলেন। তাই তার বড় বোন মরিয়ম বাসায় একাই ছিলেন এবং তাদের সাথে কোনো কিছু নিয়ে কারো সাথে বিরোধ ছিলনা। আজ সকালে আমরা খবর পেয়ে এখানে এসে দেখি আমার বোনের লাশ পানিতে ভাসে। তাঁর শরীরে কাপড় চোপড় ছিল না ও মাথায় বড় ধরনের আঘাত আছে এবং নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এ বিষয়ে বাবুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিহত মরিয়মের লাশ নদী থেকে উদ্ধারকালে নারী পুলিশ একজন ও পুরুষ পুলিশ ৫/৬ উদ্ধারকাজে থাকতে দেখে ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর তিনি ক্ষিপ্ত হন। এজন্য তিনি কোনো তথ্য বা মন্তব্য করেননি।
Archives

Image
বরিশালে হেরোইনসহ আটক ২
Image
সামিয়া রহমানের কাছে ১১ লাখ ৪১ হাজার টাকা দাবি ঢাবি প্রশাসন’র
Image
শতভাগ জবাবদিহিতা নিশ্চিতকল্পে বিএমপি’র ওপেন হাউজ ডে
Image
বরিশাল নগরীতে রাস্তায় ব্যাগভর্তি টাকা পেয়ে ফেরত দিলেন দিনমজুর
Image
বরিশালের উজিরপুরে পিকাপ-মাহেন্দ্র সংঘর্ষে আহত ৫