Current Bangladesh Time
বৃহস্পতিবার ডিসেম্বর ১২, ২০২৪ ১:৪৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল ‘ফ্রেন্ডস ফর লাইফ’ পরিবারের একটি মহতী উদ্দ্যেগ 
Tuesday August 22, 2017 , 9:01 pm
Print this E-mail this

উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২লক্ষ টাকা

বরিশাল ‘ফ্রেন্ডস ফর লাইফ’ পরিবারের একটি মহতী উদ্দ্যেগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠির ছত্রকান্দার হেনারার চিকিৎসার জন্য তার স্বামী জনাব মোবাশ্বের এর হাতে ফ্রেন্ডস ফর লাইফ পরিবারের বিভিন্ন এডমিন, মডারেটর ও মেম্বারদের দেয়া সর্বমোট ৬,৫০০ টাকা ২২ আগষ্ট’১৭ তারিখ বেলা ১১ টায় প্রদান করা হয়।উল্লেখ্য, হেনারার দু পায়ে পচন ধরেছে।প্রতিদিন দু পা থেকে দু বালতি করে পানি ঝড়ছে।হেনার সে-কি চিৎকার।কে শুনবে তাাদের সে-ই আর্তনাদ।ঝালকাঠির হেনারা বাচতে চায়।উন্নত চিকিৎসার জন্য তার সাহায্যের প্রয়োজন।গভীর রাতে যন্ত্রনায় কাতর।পরিবারের সকলের ঘুম তিনি কেঁড়ে নিয়েছেন অনেক দিন আগে থেকেই।কোথা থেকে কি হয়ে গেল শুধু দুঃচিন্তা মাথার মধ্যে ঘুরপাক খায়।অসুস্থ হেনারা তার ভাষায় “আমি বাঁচতে চাই”।স্বামী মো. মোবাশ্বের হাওলাদার তার স্ত্রীর চিকিৎসায় সর্বস্ব হারিয়ে আজ অসহায় মানবেতর জীবন যাপন করছেন।মানবতার কাছে জীবন কতটা অসহায় তা চোখে না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন।সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে আসলে আরও কিছু দিন বেঁচে থাকার নতুন করে স্বপ্ন দেখতে পারে ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা গ্রামের মোবাশ্বেরে’র স্ত্রী এই হেনারা বেগম।হেনারা গত ৭/৮ মাস আগে হঠাৎ লিবার ও কিডনি সমস্যাজনিত রোগে আক্রান্ত হয়।পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হলেও পরে তার সমস্ত শরীরে পানি জমে নিজের পা দুটো এখন হারাতে বসেছে।আল্লাহ্’র রহমতে তার স্বামী অনেক দুঃখ-কষ্ট করে পায়ের নিয়মিত চিকিৎসা করে বাম পা একটু সুস্থ হলেও ডান পা সুস্থ করতে পারেননি আজও।এক পর্যায়ে তার পায়ে কয়েক দফা বরিশাল, ভান্ডারিয়া ও পিরোজপুর চিকিৎসা করান।সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করালে যা হয়।পায়ের অবস্থা এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে, পায়ের পীড়া শরীরের মেরুদন্ডের দিকে ধাবিত হচ্ছে।দীর্ঘদিন এভাবে পড়ে থাকায় মহামারি আকার ধারণ করেছে তার সমস্ত শরীরে।এতদিন অর্থের অভাবে যথাযথ সু-চিকিৎসা নিতে পারেননি।অনেক সময় পরিবারের সংসার চালাতে গিয়ে তার ঔষধ পর্যন্ত কিনতে পারেননি।তবুও অন্যের কাছে কখনও দ্বারস্থ হননি।আজ তার চিকিৎসা খরচ চালাতে গিয়ে তার দিনমজুর স্বামী মোবাশ্বের হিমশিম খাচ্ছেন প্রতিনিয়ত।বাবার বসতভিটা টুকু ছাড়া আর কিছুই নাই বললেই চলে।ধার-দেনা করে বাবার সংসারে নিজ হাতে সংসার জীবন চালিয়েছেন।অর্থের অভাবে এনজিও প্রতিষ্ঠানের কাছ থেকে ক্ষুদ্র লোন নিয়ে সংসার জীবন চালাচ্ছেন এখন তারা।কিন্তু তার স্ত্রী এমন এক মরণ ব্যাধিতে আক্রান্ত যে নিজের জীবনের সহায় সম্বলটুকু বলে কিছু আর কিছু থাকল না।একদিকে এনজিও লোনের টাকা পরিশোধ করতে ব্যর্থ অপরদিকে স্ত্রীর চিকিৎসা খরচ চালাতে অসহায়।এমতবস্থায় পরিবার সংসার জীবন চালাতে গিয়ে মানুষের কাছে সাহায্যে প্রার্থনা ছাড়া হেনারার স্বামী মোবাশ্বের’র আর কোন বিকল্প পথ নেই।এমনি এক মুহুর্তে অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছে ছত্রকান্দা গ্রামের তরুণ প্রজন্মের একঝাক যুবক।তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তির্বগে প্রতি সদয় নিবেদন জানিয়েছেন।ছত্রকান্দা গ্রামের দেশে ও প্রবাসে যারা বসবাস করছেন সকলের প্রতি আহ্বান জানান, অসহায় হেনারার উন্নত চিকিৎসার জন্য প্রায় ২লক্ষ টাকার প্রয়োজন।এই পরিমান অর্থ যোগার করা তাদের মত পরিবারের পক্ষে অসম্ভব।

হেনারার চিকিৎসার জন্য আপনারাও আপনাদের হাতটি বাড়িয়ে দিতে পারেন।
যোগাযোগঃ স্বামী মো: মোবাশ্বের হাওলাদার, ছত্রকান্দা, ঝালকাঠি সদর, ঝালকাঠি।মোবাইল : ০১৭০৯৮৫২৫২০।

বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে ‘ফ্রেন্ডস ফর লাইফ’-কে অনেক অনেক অভিনন্দন।

 

 

 

 

 

 

 




Archives
Image
‘আ.লীগ ফিরবে’ মন্তব্য করার অভিযোগ, ইউএনওকে প্রত্যাহারের নির্দেশ
Image
শহীদ সাগরের বাবার ওপর বরিশালের আগৈলঝাড়ায় হামলা
Image
কলকাতা-আগরতলার মিশনপ্রধানদের ঢাকায় আনার বিষয়ে যা জানা যাচ্ছে
Image
বরিশালে লঞ্চের কেবিন থেকে যাত্রীর ৮টি পাসপোর্ট-ডলার উধাও
Image
নিখোঁজ যুবকের নম্বর থেকে টাকা চেয়ে মায়ের কাছে ফোন, পুলিশ বলছে সিম ক্লোন