Current Bangladesh Time
বুধবার জুলাই ২, ২০২৫ ৩:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি 
Friday May 16, 2025 , 6:47 pm
Print this E-mail this

থানায় একটি সাধারণ ডায়েরি

বরিশাল প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা প্রেসক্লাবের টিনশেড হলরুমের ৭টি বৈদ্যুতিক পাখা, প্রায় একশত মিটার বৈদ্যুতিক তার, ২০টি এলইডি লাইট, পুরোনো স্টিলের চেয়ার নিয়ে যায়। বৃহস্পতিবার (মে ১৫) রাতে এ ঘটনা ঘটে। প্রেসক্লাবের অফিস সহায়ক মো: মানিক হোসেন জানান, সকালে ক্লাবের টিনসেড হলরুমে গিয়ে দেখতে পান ৯টি ফ্যানের মধ্যে ৭টিই নেই। স্টোর রুমে থাকা ব্যাডমিন্টন মাঠের প্রায় ১০০ মিটার তার, ২০টি লাইট ও বেশ কিছু স্টিলের চেয়ার নেই। ধারণা করা হচ্ছে, হলরুমের ডাইনিং স্পেসের ওপরের টিন ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করেছেন। প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল বলেন, শহরের একেবারে প্রাণকেন্দ্রে থাকা প্রেসক্লাবের মতো একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা অবিশ্বাস্য। এমন হলে নগরীর নিরাপত্তা কোথায়? বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। ওসি মিজানুর রহমান বলেন, খবর পাওয়া মাত্র ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় প্রেসক্লাব কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
গুমের শিকার বাবার সন্তানের কান্নায় কাঁদলেন তারেক রহমান
Image
বরিশালে চালের দাম বাড়ায় মানববন্ধন
Image
স্বৈরাচার প্রথম পাতা মেলার আগেই যেন তাকে ধরে ফেলা যায় : প্রধান উপদেষ্টা
Image
বরিশাল বিএম কলেজের প্রশাসনিক ভবনে তালা
Image
আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা