প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল পুলিশ কমিশনার মোশারফ হোসেনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি
Friday November 9, 2018 , 1:58 pm
ডিআইজি পদমর্যাদায় তিনি আগস্ট মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রধান হিসেবে যোগদান করেন
বরিশাল পুলিশ কমিশনার মোশারফ হোসেনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পেয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোশারফ হোসেন। মঙ্গলবার (০৬ নভেম্বর) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রণালয়। সংশ্লিষ্ট জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেয়া হয়। বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিভাগের পক্ষ থেকে রাতেই ইমেল বার্তায় অবহিত করা হয়। ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোশারফ হোসেন আগস্ট মাসে বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রধান হিসেবে যোগদান করেন।
বরিশাল মুক্তখবর পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আর শ্রদ্ধা।