জিজ্ঞাসাবাদ শেষে নুরজাহান নামের ওই নারীকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে
বরিশাল পাসপোর্ট অফিস থেকে রোহিঙ্গা নারী আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিভাগীয় পাসপোর্ট অফিস থেকে নুরজাহান (৩৫) নামের এক রোহিঙ্গা নারীকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে তাকে আটক করেছে মেট্রোপলিটন বিমানবন্দর থানা পুলিশ। থানার ওসি আনোয়ার হোসেন জানান, ওই নারীকে বিভাগীয় পাসপোর্ট অফিসে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে আটক করে থানায় নিয়ে আসে। কিন্তু তার কাছ থেকে কোন কিছু উদ্ধার করা যায়নি। ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে নুরজাহান নামের ওই নারীকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করা হবে।