মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনে দুর্নীতিগ্রস্থ আরো ৪ কর্মকর্তার ওএসডি’র গুঞ্জন সর্বত্র শোনা যাচ্ছে। যাদের মধ্যে রয়েছে বিসিসি’র প্রধান প্রকৌশলী খান মো. নূরুল ইসলামের নামও। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার দিনভর নগর ভবনে কানাঘুষা হয়। তবে গতকাল অফিস শেষ সময় পর্যন্ত নতুন করে কোন কর্মকর্তার বিরুদ্ধে ওএসডি’র আদেশ এর চিঠি হয়নি। নগর ভবনের সংশ্লিষ্ট সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। নতুন করে ওএসডি’র আলোচনায় আসা অন্যান্য কর্মকর্তারা হলো-বিসিসি’র সহকারী কনজারভেন্সি অফিসার মো. ইউসুফ মিয়া, সহকারী কনজারভেন্সি অফিসার মাহাবুবুর রহমান মিন্টু ও কনজারভেন্সি পরিদর্শক মো. মাহাবুব তালুকদার। এরপূর্বে বিসিসি’র বাজেট কাম হিসাব রক্ষন কর্মকর্তা মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মতিউর রহমান, পরিচ্ছন্ন কর্মকর্তা দীপক লাল মৃধা ও নিরাপত্তা পরিদর্শক নিকর চন্দ্র দাসসহ সর্বমোট ৮ জনকে ওএসডি করে প্রশাসনিক শাখায় বিশেষ কাজে নিয়োজিত হওয়ার আদেশ দেয়া হয়। বিসিসি’র দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বিগত মেয়রের সময়ে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ ওঠে একাধিক কর্মকর্তার বিরুদ্ধে। নতুন মেয়র দায়িত্ব গ্রহনের পরে দুর্নীতিগ্রস্থ ঐসব কর্মকর্তাদের একটি তালিকা গঠন করা হয়। সেই তালিকা ধরেই প্রথম পর্যায়ে ৮ জনকে ওএসডি’র আদেশ জারি করে নগর কর্তৃপক্ষ। এর প্রায় এক মাসের মাথায় নতুন করে তালিকায় থাকা আরো ৪ কর্মকর্তার ওএসডি’র গুঞ্জন শোনা যাচ্ছে। নির্ভরযোগ্য ঐ সূত্রটি জানায়, নতুন করে ওএসডি হতে চলা ঐ ৪ কর্মকর্তার ওএসডি’র বিষয়টি এরই মধ্যে ফাইলিং হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নামে নোটিশ বা চিঠি জারি হয়নি। বুধবার তাদের চূড়ান্ত নোটিশ দেয়া হতে পারে বলে জনাগেছে। তাছাড়া এ ৪ জনের পরেও ওএসডি’র তালিকায় আরো ১৪ জনের নাম রয়েছে বলে গোপন একটি সূত্র নিশ্চিত করেছে।