Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৪, ২০২৪ ১১:০৬ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডে মাদক ব্যাবসায়ী ও সুদখোরদের ত্রাস 
Saturday August 25, 2018 , 7:11 pm
Print this E-mail this

মাদক ব্যাবসা করে আলাদ্দিনের চেরাগ পেয়ে বছর গুরতেই মধ্যে টাকার পাহাড় হয়ে যায়

বরিশাল নগরীর ১০ নং ওয়ার্ডে মাদক ব্যাবসায়ী ও সুদখোরদের ত্রাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড রাজ্জাক স্মৃতি কলোনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অর্ন্তসত্তা গৃহবধূ সহ ২জনকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় ফারুক বার্বুচির ছেলে সুমন ওরফে টেবলেট সুমন,সুজন ওরফে চা সুজন ও তার বোন সুমি আক্তার সহ অজ্ঞাত ৫/৬ জনের বিরুদ্ধে। স্থানিয়রা জানান, আহতরা হলেন একই এলাকার বাসিন্দা সাহিনুর বেগমের ছেলে মাসুম (২৫) ও তার বোন ঝুমুর বেগম (২০)। আহত সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বুধবার আহতর মা সাহিনুর বেগমের সাথে ফারুক বার্বুচির সাথে ড্রেনের পানি নামাকে কেন্দ্র করে বাকবিতন্ড হয়। একপর্যায় চিহ্নিত মাদক ব্যাবসায়ী ট্যাবলেট সুমন ও চা সুজন তাদের উপর হামলা চালানোর চেষ্টা করেন। সেই ক্ষোভে গত বৃহস্পতিবার দুপুরে মাসুম ও তার বোন হামলাকারী অভিযুক্ত ফারুকের চায়ের দোকানের সামনে থেকে বাড়ি যাওয়ার সময় তাদেরকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেন। সেই কথার প্রতিবাদ করলে চায়ের দোকানের ছুরি দিয়ে মাসুমকে কুপিয়ে ও তার বোন অন্তসত্তা ঝুমুর বেগমকে মারধর করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আহত মাসুমের হাতে ২টি সেলাই ও শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে আহত অন্তসত্তা কিশোরী ঝুমুর বেগমের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক। এদিকে স্থানীয়রা জানায়, এক সময় ফারুক বার্বুচি রিক্সা চালাত। পরে হঠাৎ করে মাদক ব্যাবসা করে আলাদ্দিনের চেরাগ পেয়ে বছর গুরতেই মধ্যে টাকার পাহাড় হয়ে যায়। আবার সেই টাকা সুদে লাগিয়ে সাধারণ মানুষের রক্তচুষে খাচ্ছে হামলাকারী ফারুক ওরফে সুদখোর ফারুক। তবে এখন তারা নিজেদের কেডিসি গডফাদার বলে দাবি করেন বলে জানিয়েছে স্থানীয়রা। এদিকে (ছদ্দনাম) বাবু জানায়, ১ বছরের মধ্যে রিক্সা চালিয়ে এত টাকা মালিক হয় কি ভাবে ফারুক ? তবে তিনি আরো বলেন যেহেতু কেডিসি এলাকায় মাদকের পাড়ার। সেই সুবাদে মাদক বহন করে জিরো থেকে হিরো হতে পারে বলে ধারণা স্থানীয়দের। অপরদিকে আহতর পরিবার জানায়, হামলাকারী ট্যাবলেট সুমন নিজেকে আইনের হাতথেকে বাঁচাতে উল্টো নাটক করে নিজের মাথায় নিজে আঘাত করে শেবাচিমে ভর্তি হয়েছে। যা স্থানীয়রা তাদের নাটক সামনে দাড়িয়ে দেখেছে। শেবাচিমে অজ্ঞাত বিভিন্ন লোক এসে আমাদেরকে হুমকি দিচ্ছে যাতে আমরা কোন মামলা না করি। তবে এ বিষয় কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান।




Archives
Image
৪ দফা দাবিতে বরিশাল শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Image
তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
Image
বরিশালে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদ সংখ্যালঘু যুবককে মারধরের অভিযোগ
Image
সাবেক এমপি বাহার ও তার মেয়ের ব্যাংক হিসাব জব্দ
Image
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আরও ৬ দিনের রিমান্ডে