মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর সিএন্ডবি সড়ক বরিশাল-ঢাকা মহা সড়কের অবৈধ দখলদার উচ্ছেদের মাধ্যমে ফোরলেন সড়ক চালু করে দিয়েছে মডেল কোতয়ালী থানা পুলিশ। সোমবার বৈরী আবহাওয়া বৃষ্টি উপেক্ষা করে কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহনাজ পারভীনের নেতৃত্বে ও মডেলর থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ আওলাদ হোসেন মামুনের উপস্থিতিতে নগরীর এক নং সিএন্ডবি পুল এলাকা শুরু করে বরিশাল-ঢাকা মহাসড়ক গ্লোবাল ইউনিভার্সিটি পর্যন্ত শতাধিক অবৈধ ব্যাবসা প্রতিষ্ঠানের দখলদার উচ্ছেদ করে সিএন্ডবি সড়ক বরিশাল-ঢাকা ফোরলেন মহা সড়কটি চালু করে দিয়েছে মডেল কোতয়ালী থানা পুলিশ। এলাকাবাশীর অভিযোগ রয়েছে কয়েক কোটি টাকা ব্যায়ে ঢাকা-বরিশাল-পটুয়াখালী ও কুয়াকাটা চলাচলের জন্য নগরীর সিএন্ডবি সড়কে ফোরলেন সড়ক স্থাপন করা হয়। সড়কটি নির্মান কাজ শেষ হয়ে যাওয়ার পরও অজ্ঞাত কারনে ফোরলেন সড়কটি আনুষ্টিকভাবে উদ্বোধন না করার ফলে এক প্রর্যায়ে দিনে দিনে এক শ্রেনীর অবৈধ ফুটপাত ব্যাবসায়ীদের দখলে চলে যায় ফোরলেন সড়কটি। এতে যানবাহন চলাচল সহ পথচারীদের চরমভাবে দূর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়াও এলাকাবাশীর আরো অভিযোগ রয়েছে কতিপয় প্রভাবশালী ব্যাক্তিরা ফোরলেন সড়কটি দখল করে নির্মান সামগ্রী মালামাল রেখে তাদের বাড়ি নির্মান করার ফলে সড়কটি দিয়ে চলাচলের জন্য যেমন ঝুকিপূর্ণ সহ অযোগ্য হয়ে উঠার ফলে প্রায় সময় ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। নগরীর সিএন্ডবি সড়কের ফোরলেন সড়কটি দীর্ঘ কয়েক বছর যাবত অবৈধ দখলদার নিয়ন্ত্রনে চলে যাওয়ার পরও সড়ক ও জনপথ বিভাগ ও বিসিসি কর্তৃপক্ষ সঠিকভাবে নজর না দেয়ার কারনে কয়েককোটি টাকা ব্যায়ে নির্মিত ফোরলেন সড়কটি সিটি কর্পোরেশনের নাকি সড়ক ও জনপথ বিভাগের এনিয়ে উক্ত এলাকার জনসাধারন মানুষের মাঝে প্রশ্ন উঠেছে।মডেল কোতয়ালী পুলিশের হস্তক্ষেপের কারনে একদিকে ফোরলেন সড়কটির প্রাণ ফিরে এসেছে অন্যদিকে অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়েছে নগরীর সিএন্ডবি সড়কের বরিশাল-ঢাকা ফোরলেন মহাসড়ক।