ট্রাফিক পুলিশের দিনভর ব্যস্ততা, নিয়ম মেনে চলার জন্য সকল চালকদের প্রতি আহবান
বরিশাল নগরীর রোড ডিভাইডারের সৌন্দর্যতা বর্ধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিভিন্ন সড়কে যান-বাহন চলাচলে নিয়ম শৃঙ্খলা পরিবেশ নিয়ন্ত্রন রাখার পাশাপাশি শহরের বিভিন্ন সড়কে স্থাপন করা রোড ডিভাইডার গুলোর রড ও ডিভাইডার এলো মেলো হয়ে পড়ায় সেগুলোকে শহরের সড়কগুলোকে সঠিক নিয়ম ভাবে স্থাপন করার কাজে দিনভর ব্যস্ত সময় পার করলেন বরিশাল মহানগরীর ট্রাফিক বিভাগ। শহরের সড়কগুলোতে যান-বাহনের চলাচলের চাপ কম থাকার সুযোগেই নগরীর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ বিভিন্ন সড়কের রোড ডিভাইডারগুলো এলোমেলো হয়ে পড়া সহ সীমারেখা নিয়ন্ত্রন রাখার রডগুলো বেকা তেরা হয়ে যাওয়ার কারনে একদিকে যেমন সৌন্দর্য নস্ট হচ্ছে অন্যদিকে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বরিশাল মেট্রো ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সেপেক্টর প্রশাসন সামসুল আলমের তত্বাবধায়নে নগরীর জেলগেট সড়ক থেকে শুরু করে নগরীর কাকলীমোড় পর্যন্ত সড়কের ডিভাইডারের কাজগুলো সম্পূর্ন করা হয়। এসময় ট্রাফিক ইন্সেপেক্টর প্রশাসন সামসুল আলমের সাথে আরো ছিলেন ট্রাফিক ইন্সেপেক্টর আঃ রহিম। এব্যাপারে ট্রাফিক ইন্সেপেক্টর প্রশাসন সামসুল আলম বলেন, পর্যায়েক্রমে নগরীর সকল সড়কের যানবাহন চলাচলের ক্ষেত্রে নিয়মের আওতায় আনা হবে। উল্লেখ্য, বরিশাল নগরীর অধিকাংশ যানবাহনের চালকরা ট্রাফিক রোড সিগন্যাল সম্পর্কে তেমন কোন ধারনা না থাকার প্রায় সময় বেপরোয়াভাবে গাড়ী চালাতে গিয়ে দূর্ঘটনার শিকার হচ্ছে। তিনি সকল যানবাহনের চালকদের উদ্দ্যেশ্যে বলেন, ট্রাফিক বিভাগের নিয়ম মেনে চলার জন্য সকল চালকদের প্রতি আহবান জানান।