স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর ভাটিখানা’র সেই মাদক পল্লি নামে খ্যাত পান্থসড়ক মিরা বাড়ির মাঠ এলাকায় শুক্রবার রাতে ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।নগরির ৭নং ওয়ার্ডের মোঃ ফারুক হাওলাদার ওরফে পেটু ফারুকের ছেলে ভাটিখানা এলাকার সেই মুকুট বিহীন মাদক সম্রাট কসাই সুমন ওরফে হাতকাটা সুমনের অন্যতম সহযোগি চিহ্নিত মাদক ব্যবসায়ী ভাড়াটে সন্ত্রাসী রোমিও বাপ্পি (২৩) শুক্রবার রাতে কাউনিয়া থানার এস আই পবিএ মন্ডলের নেতৃত্বে এ এস আই জসিম, এএসআই কালাম, এএসআই কামাল সঙ্গিও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে মিরাবাড়ী মাঠ সংলগ্ন পেটু ফারুকের বাড়ির সামনে থেকে ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে।এ ঘটনায় বাপ্পি ওরফে রোমিও বাপ্পিকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাউনা থানার এসআই পবিত্র মন্ডল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।গতকাল শনিবার আদালতে সোপর্দ করে আদালত বাপ্পির জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।বাপ্পি ওরফে রোমিও বাপ্পি গ্রেফতারে এলাকায় স্বস্তির নিঃস্বাস।উল্লেখ্য বাপ্পি দীর্র্ঘদিন যাবত পুলিশ প্রসাশনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা, সন্ত্রাসী, ইভটেজিং নানা অপকর্ম করে আসছিল বলে একাধিক সুত্র নিশ্চিত করে বলেন,ওর জ্বালায় আমাদের মেয়েরা ঠিকমতো স্কুলে এমনকি ঘরের বাহিরে যেতে পারতো না।তাদের একটা সন্ত্রাসী বাহিনী আছে যাদের ভয়ে কেহ মুখ খুলতে সাহস পায় না।এমন কি বাপ্পির বাবা পেটু ফারুক ও একসময়ের চিহ্নিত সন্ত্রাসী ছিলেন এখন একজন মাদকসেবি তার মাও একসময় গাঁজা বিক্রেতা ছিলেন বলে জানা গেছে।