|
মাহফিলে শেষে মুসল্লীদের মাঝে তোবারক বিতরন করা হয়
বরিশাল নগরীর ভাটিখানায় ২দিন ব্যাপী ওয়াজ মাহফিল সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়ার ভাটিখানা বায়তুশ শরীফ জামে মসজিদ কমিটি ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে ২দিন ব্যাপী ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির গতকাল রাতে সম্পন্ন হয়েছে। মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট সাংবাদিক এস.এম রফিকুল ইসলাম, গতকাল শনিবার ওয়াজ মাহফিলের ২য় দিনে প্রধান বক্তা বি-বাড়িয়া বায়তুন নুর জামে মসজিদের নায়েবে মুহতামিম মাওলানা তুমাসিম বিল্লাহ আতিকী আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে মাহফিল সম্পন্ন করেন। মাহফিলে বয়ান রাখেন আলহাজ্ব হযরত মাও: মুফতী নজরুল ইসলাম, কাউনিয়া সাবান ফ্যাক্টরি আলহাজ্ব সৈয়দ কাওছার হোসেন দারুল উলুম কাওমী মাদরাসার মুহতামিম হাফেজ মোঃ হেমায়েত উদ্দিন। মাহফিলে সার্বিক পরিচালনায় রয়েছেন ভাটিখানা বায়তুশ শরীফ জামে মসজিদের ইমাম ও খতিব হযরত হা: মাও: আবু হাসিফ সায়েস্তাবাদি। মাহফিল আরও উপস্থিত ছিলেন দৈনিক আমাদের বরিশাল পত্রিকার সহ নির্বাহী সম্পাদক শাহীন রাজা, ব্যবস্থাপনা সম্পাদক সালাহউদ্দিন। উক্ত মাহফিলে সার্বিক তত্বাবধায়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করেন এন্তেজামিয়া কমিটির সদস্য মোঃ আব্দুল ছত্তার শরীফ, মোঃ হাফিজুল ইসলাম লাভু, মোঃ হারুন অর রশিদ মোঃ ভুলু শরীফ , মোঃ আঃ গনি বেপারী, মোঃ ফিরজ কিবরিয়া, আঃ রাজ্জাক স্যার , মোঃ আবু হোসেন শরীফ, মোঃ রফিকুল হালিম লাভু, মোঃশামিম হাং, মোঃ নাসির উদ্দিন খান, মোঃ এনায়েত হোঃ, মোঃ সালাউদ্দিন, মোঃ মোহন খান, মোঃ মামুন শিকদার, আঃ মন্নান, মোঃ ইব্রাহিম খলিল, মোঃ আমিরুল ইসলাম মিজান, মোঃ আসলাম, মোঃ সাইফুল, মোঃ মিজান মোঃ জুয়েল প্রমুখ। মাহফিলে শেষে মুসল্লীদের মাঝে তোবারক বিতরন করা হয়।
Post Views:
৩৫৯
|
|