Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৭:২৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর নবগ্রাম রোডে পিতা পেটানো সেই কুলাঙ্গার বাশার ফের বেপরোয়া ! 
Monday January 15, 2018 , 5:40 pm
Print this E-mail this

বাশারের অনৈতিক কাজের ঘনিষ্ট সহযোগীতার তালিকায় নাম রয়েছে কোতয়ালী মডেল থানার দারোগা ইলিয়াসের

বরিশাল নগরীর নবগ্রাম রোডে পিতা পেটানো সেই কুলাঙ্গার বাশার ফের বেপরোয়া !


নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ড নবগ্রাম রোডের বাসিন্দা একাধিক নাশকতা মামলার আসামী যুবদল কর্মী বাশার ওরফে টাউটার বাশার ফের বেপরোয়া হয়ে উঠেছে। শুরুতে জন্মদাতা পিতাকে পিটিয়ে বেসামাল হয়ে উঠা বাশার একের পর এক ন্যক্কারজনক ঘটনার জন্মদিয়ে আসলেও তার লাগাম টানতে পারছে না কেউ। বরং প্রশাসনের কতিপয় অসাধু কর্মকর্তা ও ক্ষমতাসীন মহলের কতিপয় নেতার নাম ভাঙিয়ে ধরাকে সরাজ্ঞান মনে করে নানা অপকর্মে ব্যস্ত রয়েছে সে। যার ধারাবাহিকতায় গত ১১ জানুয়ারী সৎ ভাই বরিশাল রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ওয়াসিম খানকে হাতুরীপেটা ও দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখমের ঘটনায় পুলিশের কাছে কোন ধরনের অভিযোগ দিলে তাকে আরও বড় ধরনের ক্ষতি করার হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে একাধিক মামলার আসামী বাশার খান। সে বরিশাল কোতয়ালী মডেল থানার দারোগা ইলিয়াসের সাথে প্রায় প্রতিদিন একসাথে চা খাওয়া ও তাকে নিয়ে নবগ্রাম রোড এলাকায় মহড়া দিয়ে স্থানীয়দের কাছে বলে বেড়াচ্ছে ওরা (ওয়াসিম) পুলিশে অভিযোগ দিয়ে আমার কিছুই করতে পারবে না। কারণ কোতয়ালী মডেল থানার দারোগা ইলিয়াস আমার খুবই কাছের বন্ধু, সে সব ঝামেলা ম্যানেজ করে মাটি দিবে। অভিযোগ সূত্রে জানাগেছে, নগরীর নবগ্রাম রোডের রশিদ খানের কুলাঙ্কার পুত্র মহসিন খান বাশার অন্য ভাইবোনদের ঠকিয়ে বেশি জমি-জমা তার নামে লিখে দেয়ার জন্য ৯২ বছরের বৃদ্ধ পিতাকে দীর্ঘদিন যাবত চাপ প্রয়োগ করে আসছে। রশিদ খান বখাটে পুত্র বাশারের অন্যায় আবদারে রাজী না হলে বেশ কয়েকবার কুলাঙ্গার এ পুত্র কর্তৃক বেধরক মারধরের শিকার হন। এতে অসহায় পিতা বাদী হয়ে পুত্র বাশারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যার নং সি.আর-২২৮ (সদর)। জমি-জমা বাশারের নামে লিখে না দেওয়ায় এখনও অব্যাহতভাবে তার পিতা রশিদকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে বলে ভূক্তভোগী সূত্র নিশ্চিত করেছে। পূত্রের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বৃদ্ধ পিতা আব্দুল রশিদ খান সম্প্রতি বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেন। যার নং-১৬৭৫। শুধু পিতাকেই মারধর নয় টাউটার এ বাশার তার সৎ বড় ভাইদের স্ত্রীদের উপর কু-দৃস্টিও দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু নষ্ট দৃস্টি দিয়েই থেমে থাকেনি এ লম্পট। গত বছরের মে মাসে বাশারের প্রবাসী সৎ ভাই রিপনের স্ত্রীর উপর অর্থ্যাৎ ভাবি’র উপর কু-দৃস্টি পড়ে লম্পট বাশারের। ভাবি তাসলিমা আক্তার তা প্রত্যাখান করে দেয়। পরে বাশার ক্ষিপ্ত হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বড় ভাইয়ের স্ত্রীর সর্বনাশ করতে তার বেডরুমে ঢুকে ধর্ষণের চেস্টা চালায়। এসময় তাসলিমা আক্তার চিৎকার দিলে কৌশলে পালিয়ে যায় বাশার। পরে ভূক্তভোগী তাসলিমা আক্তার বাশারকে আসামী করে একটি ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেন, যার নং-৫৬৫৯/১৭। শুধু এক ভাইয়ের স্ত্রী’র উপর কু-দৃস্টি দিয়ে থেমে থাকেনি সে। তার আরেক ভাই সোহাগ খান প্রবাসে অবস্থান করায় তার স্ত্রীর উপরও কু-দৃস্টি দেয় লম্পট বাশার। সে মতে তাকেও অনৈতিক প্রস্তাব দিয়ে বসলে তাতেও ভাবি সাথি বেগম রাজী না হওয়ায় তাকেও লম্পট বাশার কজ্বায় আনতে জোর জবরদস্তি চালায়। এতে সোহাগ খানের স্ত্রী সাথি বেগম বাদী হয়ে লম্পট বাশারের বিরুদ্ধে নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন। যার নং-১১৭/১৭। প্রিয়পাঠক, নবগ্রাম রোডের এ ছিচকে সন্ত্রাসী ও মামলাবাজ অসংখ্য মামলার আসামী বাশারের লম্পট্টের এখানেই শেষ নয়। তার বিরুদ্ধে রয়েছে অসংখ্য প্রতারনা, জমি দখল থেকে শুরু করে এলাকায় মাদক সরবরাহের অভিযোগ। এমনকি শেয়ারে ব্যবসা শুরু করে পার্টনারকে কৌশলে ঠকিয়ে অর্থ আতœসাতের অভিযোগও রয়েছে বাশার খানের বিরুদ্ধে। এমনই এক ভূক্তভোগী ব্যবসায়ী রশিদ বাশারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এছাড়া একাধিক নাশকতা মামলার আসামীর তালিকায়ও রয়েছে এ প্রতারক বাশারের নাম। যার মধ্যে বিএম কলেজের সামনে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের মামলার অন্যতম আসামী সে। যার নং-৯৭/১৭। সর্বশেষ গত ১১ জানুয়ারী সৎ ভাই দলিল লেখক ওয়াসিমকে হাতুরীপেটা ও কুপিয়ে জখম করেছে বাশার। বর্তমানে ওয়াসিম শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদিকে বাশারের অনৈতিক কাজের ঘনিষ্ট সহযোগীতার তালিকায় নাম রয়েছে কোতয়ালী মডেল থানার দারোগা ইলিয়াসের। রটনা আছে বাশারকে সব ধরনের কু পরামর্শ ও সহযোগীতা দিয়ে যাচ্ছে ইলিয়াস। তারই সাথে বাশারের আরেক ঘনিষ্ট সহযোগী হিসাবে কাজ করছে স্থানীয় কাঞ্জনের পূত্র রুবেল মৃধা ওরফে সাইকেল চোর রুবেল। এ রুবেল বরিশালের সাইকেল চোরচক্রের সিন্ডিকেটের মূল হোতা বলে স্থানীয় সূত্রে প্রকাশ। সম্প্রতি রুবেলের বাসা থেকে একটি চোরাই সাইকেল উদ্ধার করার পর সাইকেলের মালিককে জরিমানা দিয়ে শেষ রক্ষা পায় রুবেল মৃধা। জানা গেছে, এই চোরা রুবেল বাশারের হয়ে বিভিন্ন কু-কর্মের সহযোগীতা করে যাচ্ছে। এবিষয়ে অভিযুক্ত বাশারের প্রতিক্রিয়া জানতে চাইলে সে জানায়, ভাই-ভাইদের মধ্যে জমি জমা নিয়ে দ্বন্দ্ব চলছে। তাই আমার নামে এসব রটানো হয়েছে। তাছাড়া এসআই ইলিয়াস আমার বন্ধু আমার সম্পর্কে তার কাছ থেকে জেনে নিতে এ প্রতিবেদককে অনুরোধ করে সে। জন্মদাতা পিতা সম্পর্কে বাশার জানায়, তার পিতা রশিদ খান নবগ্রাম রোডের বিষফোড়া। সে ৪টি বিয়ে করেছে। এখনও যদি কোন মেয়ে তার বাপকে বিয়ের প্রস্তাব দেয় সে একগাল মুসকি হেসে একপর্যায়ে বিয়েতে রাজী হয়ে যাবে বলেও জানান এ লম্পট কুলাঙ্গার বাশার।




Archives
Image
বরিশালে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু
Image
অন্তর্বর্তী সরকারের প্রতি মার্কিন সমর্থন অব্যাহত থাকবে
Image
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে সরাতে চিঠি দেবে দুদক
Image
সীমান্তে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা