নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ড নবগ্রাম রোডের বাসিন্দা সেই ছিচকে সন্ত্রাসী রশিদ খানের কুলাঙ্গার পূত্র বাশার ও তার সহযোগী কাঞ্জন মৃধার পূত্র রুবেলকে মৃধার গ্রেপ্তার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। গতকাল রাত ৭টার দিকে নগরীর জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করে কোতয়ালী মডেল থানার এসআই নজরুল ইসলাম। আটককৃত বাশার ও রুবেল এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা) কোতয়ালী থানা হাজতে রয়েছে বলে নিশ্চিত করেছে থানার সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাসকেল। বরিশাল কোতয়ালী মডেল থানা সূত্রে জানাগেছে, একাধিক নাশকতা ও গাড়ি ভাংচুর মামলাসহ জন্মদাতা পিতাকে মারধর এবং ২ ভাবীকে ধর্ষন চেষ্টা মামলার আসামী সন্ত্রাসী বাশার তার সৎ ভাই ওয়াসিমকে গত ১১ জানুয়ারী পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় এজাহার দেন ওয়াসিম। যা গতকাল রাতে মামলা হিসাবে রেকর্ড হয়। যার নং-৩৩/১৮। ঘটনার প্রাথমিক সত্যতা খুঁজে পেয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম উধ্বর্তন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে আসামী বাশার ও রুবেলকে আটক করে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। আটককৃত বাশার একাধিক মামলার আসামী ও রুবেল মৃধা নবগ্রামের রোডের নলিদাসের দোকানের পশ্চিম পার্শ্বে সৈয়দ কুটিরে ডাকাতি মামলার ৩নং আসামী ও চিহ্নিত সাইকেল চোর। সন্ত্রাসী বাশার ও তার সহযোগী রুবেলকে গ্রেপ্তার করায় নবগ্রাম রোড, জিয়া সড়ক সহ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। তারা তড়িৎ পদক্ষেপ গ্রহন করায় পুলিশ প্রশাসন সহ সংশ্লিস্ট সবাইকে সাধুবাদ জানিয়েছেন। বিশেষ করে গতকাল পাঠকপ্রিয় দৈনিক আমাদের বরিশাল পত্রিকায় সন্ত্রাসী বাশারের কু-কীর্তির সবিস্তর প্রতিবেদন প্রকাশ হওয়ায় স্থানীয় জনসাধারন ও ভূক্তভোগীরা পত্রিকার সম্পাদক, সাংবাদিকসহ সংশ্লিস্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। উল্লেখ্য, জন্মদাতা পিতার উপর হামলা ও মারধরের ঘটনায় বাশারের বিরুদ্ধে পিতা রশিদ খান বাদী হয়ে মামলা দায়ের করেন। যার নং-২২৮/১১ (সদর)। জনৈক ব্যবসায়ী মিজানুর রহমান ফারুক বাদী হয়ে বাশারের বিরুদ্ধে প্রতারনা ও অর্থ আত্মসাতের বিষয়ে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দেন। যা পরবতির্তে সাধারন ডায়েরি হিসাবে গন্য হয়। যার নং-২৪৫/১১। বিএম কলেজের সামনে গাড়ি ভাংচুর ও নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলা যার নং-৯৭ (৩) এর অন্যতম আসামী বাশার। বড় ভাইয়ের স্ত্রী তাসলিমা আক্তার ভুলুকে মারধর ও ধর্ষন চেষ্টার ঘটনায় বাশারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং-৫৬৫৯/১৭ (কোতয়ালী মডেল থানা)। আরেক ভাইয়ের স্ত্রী সাথি বেগমকে উত্যাক্ত ও কু-প্রস্তাব এবং ধর্ষন চেষ্টার ঘটনায় বাশারের বিরুদ্ধে মামলা দায়ের হয়। যার নং-এমপি ১১৭/১৭। ব্যবসায়ীক পার্টনার ওমর ফারুক বাদী হয়ে বাশারের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারনার অভিযোগ দায়ের হয়। যার নং-৮৪৪/১৭। এছাড়াও তার বিরুদ্ধে অসংখ্য কু-কীর্তির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। এবিষয়ে প্রশাসনের উধ্বর্তন মহলের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।