নগরীর বেলতলা ও রূপাতলীতে নির্মাণকাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিফতর
বরিশাল নগরীর দুই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট চালুর আগেই পরিত্যক্ত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চালুর আগেই পরিত্যক্ত হতে বসেছে বরিশাল নগরীর দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। একদিকে ভূ-গর্ভস্থ পানির সঙ্কট অন্যদিকে নতুন উৎস থেকেও পানি না পেয়ে হতাশ নগরবাসী। কিন্তু, প্লান্ট রক্ষায় আশার আলো দেখাতে পারছেন না খোদ নগরপিতাও। এ সমস্যার দ্রুত সমাধান চান নগরবাসী। প্রায় ৫ লাখ বাসিন্দার বরিশাল নগরীতে প্রতিদিন গড়ে পানির চাহিদা সাড়ে ৪ কোটি লিটার। কিন্তু সরবরাহ হচ্ছে মাত্র দেড় কোটি লিটার। এ সঙ্কটের মধ্যেই পানির স্তর নিচে নেমে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। যেসব এলাকায় সিটি কর্পোরেশনের পানি সরবরাহের ব্যবস্থা নেই, সেসব এলাকার অবস্থা আরও করুণ। নগরবাসীর পানির চাহিদা মেটাতে ২০১২-১৩ অর্থবছরে নগরীর বেলতলা ও রূপাতলীতে দুটি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণকাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিফতর। যার কাজ শেষ হয় ২০১৬ সালে। কিন্তু এখনও শুরু হয়নি পানি সরবরাহ। যদিও কয়েকদিন আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসে প্লান্টটি পরিদর্শন করে গেছেন। কিন্তু এরপরও কোন আশার আলো দেখছেন না নগরবাসী। পানি সরবরাহ শুরু না হওয়ায় পরিত্যক্ত হতে বসেছে ১৯ কোটি টাকার ওয়াটার প্লান্ট দুটি।