Current Bangladesh Time
শনিবার নভেম্বর ২, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর জিয়া সড়কে দলিল লেখক ওয়াসিমকে হাতুরী পেটা 
Friday January 12, 2018 , 6:33 pm
Print this E-mail this

দেড়লাখ টাকা ছিনতাই, উদ্ধার করলেন কাউন্সিলর মীর জাহিদ

বরিশাল নগরীর জিয়া সড়কে দলিল লেখক ওয়াসিমকে হাতুরী পেটা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর নবগ্রাম রোডের বাসিন্দা বরিশাল রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সনদ নং-২৭২৮ ওয়াসিম খানকে হাতুরী পেটা ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একাধিক মামলার আসামী এ.বি.এম মহসিন খান বাশার । গতকাল (১১-০১-১৮) বিকাল ৩টার দিয়ে সন্ত্রাসী বাশারের নেতৃত্বে জিয়া সড়কের মুখে দলিল লেখক ওয়াসিমের উপর এ হামলা চালানো হয়। এসময় তার সাথে থাকা দেড় লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসী বাশার ও তার বাহিনীর সাঙ্গপাঙ্গরা। সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর নবগ্রাম রোডের আব্দুর রশিদ খানের কুলাঙ্গার পুত্র বাসার তার সৎ ভাই দলিল লেখক ওয়াসিমের উপর গতকাল তার সন্ত্রাসী বাহিনীর সাঙ্গ পাঙ্গদের নিয়ে হাতুরী পেটা ও লোহার রড দিয়ে পিটিয়ে ওয়াসিমের ডান হাত ভেঙে চুরমার করে দেয়। দলিল লেখক ওয়াসিমের উপর জিয়া সড়কের মুখে প্রকাশ্যে দিবালোকে হামলার সময় সেখান থেকে নগরীর ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ যাওয়ার সময় ওয়াসিমকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসে। তৎক্ষনিক আহতকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হামলার শিকার ওয়াসিম শেবাচিমের জরুরী বিভাগের ৩য় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শেবাচিমের চিকিৎসকরা জানায়, ওয়াসিমের মাথায় ভারি কোন বস্তু দিয়ে আঘাতের ফলে মাথার বিভিন্ন স্থানে গুরত্বর জখম হয়েছে। রক্ত ক্ষরন হচ্ছে তার মাথায়। সিটি স্ক্যান ছাড়া কিছু বলা যাচ্ছে না। তবে তার অবস্থা আশংকা জনক বলে আভাস দিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা। আহত ওয়াসিম খান জানায়, গতকাল অফিসের কাজ শেষে বাসার উদ্দেশ্যে যাওয়ার সময় পূর্ব পরিকল্পিতভাবে আমার সৎ ভাই বাশার জিয়া সড়কের মুখে অবস্থান নিয়ে কোন কিছু বুঝে ওঠার আগেই আমার উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এসময় তার সাথে হামলার অংশ নেয় স্থানীয় কাঞ্জনের পূত্র রুবেল মৃধা, আব্দুল খালেকের পুত্র বারেক হাওলাদার, বারেকের পুত্র মঈন, লাল মিস্ত্রির পুত্র সুজন, টুলু পালোয়ান, ফারুকসহ আর অনেকে। এসময় তার চিৎকারে জিয়া সড়ক দিয়ে যাওয়ার সময় নগরীর ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মীর জাহিদুল কবির জাহিদ সন্ত্রাসী বাশার বাহিনীর হাত থেকে আমাকে উদ্ধার করে। আহত ওয়াসিম খান আরও বলেন, বাশার আমার সৎ ভাই হওয়ায় আমাদের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে আমাকে হত্যা চেষ্টা চালিয়েছে। সম্পত্তির ভাগভাটোয়ারা নিয়ে ৯১ বছরের বৃদ্ধ পিতাকেও একাধিক বার পিটিয়েছে সন্ত্রাসী বাশার। এ সন্ত্রাসীর বিরুদ্ধে এপর্যন্ত বরিশাল কোতয়ালী মডেল থানায় চাঁদাবাজী, নারী নির্যাতন, প্রতারনা, সন্ত্রাসী মামলাসহ ১০ টি মামলা রয়েছে এবং সাধারন ডায়েরি আছে একাধিক। এ বাশার নবগ্রাম রোডে সন্ত্রাসীর রামরাজত্ব কায়েম করে আসছে দীর্ঘদিন পর্যন্ত। সে বর্তমানে ওয়ার্ল্ড ভিশন ২০২১ এমএলএম ব্যবসার নামে প্রতারনা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তারই সাথে সাথে সে জমি দখল, জমির দালালি, চাঁদাবাজী চালিয়ে যাচ্ছে পুরোদমে। যা আগামীর সংখ্যায় ধারবাহিকভাবে প্রকাশিত হবে। উল্লেখ্য এ সন্ত্রাসী বাশারের বিভিন্ন কু-কর্মে সহযোগীতা করে যাচ্ছেন বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই ইলিয়াস আলী। গতকাল দলিল লেখক ওয়াসিমের উপর হামলার সময় ঘটনাস্থল থেকে মাত্র ১০ হাত দুরে অবস্থান করেছিলেন বলে জানায় আহত। সন্ত্রাসী হামলার শিকার ওয়াসিম বলেন, এসআই ইলিয়াস কয়েকদিন আগে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে আদালতে চার্জশিট দাখিল করেছে। একই সাথে তাকে আরও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে যাচ্ছে বিতর্কিত এসআই ইলিয়াস। আহত ওয়াসিমের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবিষয়ে হামলাকারী বাশারের প্রতিক্রিয়া জানতে চাইলে সে জানান,‘ভাইয়ে ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে এটা ঠিক। কিন্তু এ জন্য দায়ী আমার ৯১ বছরের বৃদ্ধ পিতা। সে ৪টি বিয়ে করেছে। আমরা মোট ২৬ জন ভাইবোন। তাদের সকলের মধ্যে কমবেশি জমি-জমা দিয়ে দ্বন্দ্ব চলছে। এর কোন সুরহা করছে না আমার পিতা। সেই হলো আসল নাটের গুরু।’




Archives
Image
বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওসার
Image
বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত : যুক্তরাষ্ট্র
Image
আওয়ামীপন্থি ২০ সাংবাদিকের প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল
Image
নার্সিং ব্যবসার আড়ালে নানা অনিয়মের জন্ম দিয়েছে আ’ লীগের ক্ষমতা দেখানো জহির
Image
স্বৈরাচারের দোসরদের গুরুত্বপূর্ণ জায়গায় রেখে লক্ষ্যে পৌঁছানো সহজ নয় : তারেক রহমান