খবর পেয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নবাগত মেয়র ঘটনাস্থল পরিদর্শন করেন
বরিশাল নগরীর চার দোকান আগুনে ভস্মীভূত, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনের অংশে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি হোটেল, একটি কনফেকশনারী ও অপর একটি গ্লাসের দোন আগুনে ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার (৩০) অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধাঘন্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। এর ফলে আগুনে ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী দাওয়াতুল ইসলাম নূরানী নামক মাদ্রাসা ও মসজিদ। ভস্মীভূত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-নথুল্লাবাদ এলাকার পিন্টুর মালিকানাধীন হোটেল মক্কা, মাহাবুব এর আল মদিনা হোটেল, জাহিদ এর কনফেকশনারী দোকান ও স্বপনের সিফাত গ্লাস হাউস নামের অপর একটি ব্যবসা প্রতিষ্ঠান। এর মধ্যে চায়ের দোকানে থাকা একটি ফ্রিজ সহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। খবর পেয়ে বরিশাল সিটি কর্পোরেশনের নবাগত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সাথে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের শান্তনা দেন। বরিশাল সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলাউদ্দিন জানান, দুটি হোটেলের মধ্যে মক্কা হোটেলটি বন্ধ থাকে। আল মদিনা হোটেলের কর্মচারীরা চুলার উপর লাকড়ী রেখে রাতে অপর হোটেলে ঘুমাতে যায়। এর কিছুক্ষন পরেই হোটেল আল মদিনায় অগ্নিকান্ডের সৃষ্টি হয়। তখন হোটেলটিতে থাকা একটি গ্যাস সিলিন্ডার আগুনের তাপে বিকট শব্দে বিষ্ফোরিত হয়। সেই সাথে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারনা আল মদিনা হোটেলের রান্না ঘর থেকেই এই আগুনের সূত্রপাত ঘটে।