Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৫, ২০২৫ ২:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর গীর্জামহল্লার ব্যবসায়ীর কাছে চাঁদাদাবী, ৫ ব্যবসায়ী শ্রীঘরে 
Tuesday November 21, 2017 , 5:47 pm
Print this E-mail this

আদালতের নিয়োগকৃত রিসিভার মুনিরুল ইসলামকে অবগত করলে তার পরামর্শ অনুযায়ী এই মামলা দায়ের করা হয়

বরিশাল নগরীর গীর্জামহল্লার ব্যবসায়ীর কাছে চাঁদাদাবী, ৫ ব্যবসায়ী শ্রীঘরে


স্টাফ রিপোর্টার : বরিশাল নগরের কাউনিয়া থানাধীন চরবাড়িয়া ইউনিয়নের উত্তর লামচরি গ্রামের মৃতঃ মোতালেব মোল্লার পুত্র ব্যাবসায়ী গোলাম মোস্তাফার কাছে ৫ লক্ষ টাকা চাঁদার দাবিতে গত ৯ অক্টোবর মোকাম বরিশালের বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে।বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত ৫ জনকে জেল হাজতে প্রেরন করেছেন।অভিযুক্তরা হলেন,বরিশাল নগরের কাউনিয়া চন্দ্রপাড়া ২য় গলিতে অবস্থিত সৈয়দ ভিলা নিবাসী সৈয়দ আলফাজ উদ্দিনের পুত্র সৈয়দ শাহমেওয়াজ ওরফে সানু (৫০),ভেনাস শপিং কমপ্লেক্সের ঝুমুর টেলিকমের নুরু মজুমদারের পুত্র মাইনুল ইসলাম মনু (৫০),শাহ নেওয়াজের ভাই মাহমুদ (৪০),কাউনিয়া নিবাসী হাফেজ খলিফার পুত্র মামুন ও চকবাজার এলাকার রশিদ শেখের পুত্র মো: শাহিন (৪০)।মামলা দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,নগরীর গীর্জামহল্লার ভেনাস শপিং কমপ্লেক্স বিনিয়োগকারী সংস্থা যুবকের একটি প্রতিষ্ঠান।বাদী ফিরোজ যুবকের একজন সদস্য।যুবকে তার কয়েক লক্ষ টাকা বিনিয়োগ ছিলো।যুবকের নিকট থেকে গ্রাহকদের পাওনা টাকা আদায়ে আদালতে দেওয়ানী মোকদ্দমা দায়ের করা আছে।আদালত ভেনাস শপিং কমপ্লেক্সের পাওনা আদায় পূর্বক সরকারের প্রিমিটরী হিসাবে জমা করার জন্য বরিশাল জেলা আইনজীবি সমিতির সিনিয়র সদস্য কাজী মুনিরুল হাসানকে রিসিভার নিয়োগ করেন।বাদী ভেনাস শপিং কমেপ্লেক্সের একটি দোকান ভাড়া নেওয়ার উদ্দ্যেশে মনিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি একটি স্টল বরাদ্দ দেন এবং মাসিক ভাড়া আদালতের প্রিমিটরী হিসাবে জমা দেন।গত ২ অক্টোবর সকাল অনুমানিক ১০ ঘটিকায় গোলাম মোস্তাফা তার জন্য বরাদ্দকৃত দোকানে সাজসজ্জার কাজ শুরু করতে গেলে উল্লেখিত ব্যাক্তিরা দোকানের পূর্ননির্মানে বাধা দেয় এবং গোলাম মোস্তাফার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।বাদী গোলাম মোস্তফা চাঁদা দিতে অস্বীকার করলে উল্লেখিত ব্যাক্তিরা এক জোট হয়ে তাকে আক্রমন করে এবং প্রাননাশের হুমকি দেয়।পাশ্ববর্তী ব্যাবসায়ীরা ছুটে এসে গোলাম মোস্তফাকে উদ্ধার করেন।বিষয়টি গোলাম মোস্তফা আদালতের নিয়োগকৃত রিসিভার মুনিরুল ইসলামকে অবগত করলে তার পরামর্শ অনুযায়ী এই মামলা দায়ের করা হয়।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড