নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাশিপুরে মনির হোসেন তালুকদার ওরফে ইয়াবা মনির সহ ৭ জুয়ারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কশিপুরের বারৈজ্যের হাট নামক স্থান থেকে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের আটক করেন। তবে আটক বাকী ৬ জনের নাম তাৎক্ষনিক জানা যায়নি। জানা গেছে, এরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক জুয়ার আড্ডা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই এনামুল ও এসআই মিজানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় হাতে নাতে ইয়াবা মনিরসহ ওই সাতজনকে আটক করেন তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম। উল্লেখ্য, এর আগেও মনির হোসেন তালুকদার ওরফে ইয়াবা মনিরকে জুয়া খেলা অবস্থায় আটক করেছিল পুলিশ।