|
শীতকালীন সবজির আমদানি অব্যাহত থাকায় বাজারমূল্যে তেমন কোন প্রভাব পড়েনি
বরিশাল নগরীর কাঁচা বাজারে সবজির মুল্য স্থিতিশীল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কাঁচা বাজারে সবজির মূল্য স্থিতিশীল রয়েছে। গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা বাড়তি থাকলেও বেশির ভাগ সবজির দাম আগের রয়েছে মতোই। বিক্রেতাদের দাবী গরমের শুরুতে গ্রীষ্মকালীন সবজি আসতে শুরু করায় তাদের দাম কিছুটা বেশি তবে তা সাধ্যের মধ্যেই রয়েছে। পর্যাপ্ত পরিমাণ সবজির আমদানি থাকায় অন্যান্য সবজির দাম ১৫ থেকে ৩০ টাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। বিক্রেতারা আরো জানান, ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করেই কাঁচা মালের দাম ওঠানামা করে। তার উপর সবজির আমদানি বেশি বা কম হলেও দামের পার্থক্য সৃষ্টি হয়। এ বছরে সবজির আমদানি বেশি থাকায় এখনো বাজার মূল্যে স্থিতিবস্থা রয়েছে। আমদানি কমে গেলে আবার দাম বাড়তে পারে বলেও ধারণা করেন তারা। গতকাল শুক্রবার নগরীর নতুনবাজার ও নথুল্লাবাদ সবজির বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য সবজির সাথে শাকের দামও বেশ কম রয়েছে। এর মধ্যে চিচিঙ্গা কেজিপ্রতি ২৫ টাকা, সজনা ডাটা ১১০ টাকা, ফুলকপি ২০ টাকা, টমেটো ১৫ টাকা, ঝিঙা ৫০ টাকা, শশা ২৫ টাকা, পেপে ২০-২৫ টাকা, লাউ আকার অনুযায়ী ৩০-৮০ টাকা, বাধাকপি ২০ টাকা, পটল ৪০ টাকা, মিষ্টি কুমড়া ২৫ টাকা, বেগুন ৩০ টাকা, কাঁচা মরিচ ৫০-৬০ টাকা, করলা ৫০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, ধনিয়া পাতা আঁটি প্রতি ১০ টাকা, গাজর ২০ টাকা, কাঁচাকলা আকার অনুযায়ী হালিপ্রতি ১৫-২৫ টাকা, শালগম ২৫-৩০ টাকা, সিম ৩০ টাকা, কচুর লতি ৫০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়াও শাকের মধ্যে পুঁইশাক আঁটি প্রতি ৩০ টাকা, লাল শাক ১০ টাকা, পাট শাক ১০ টাকা, ডাটা শাক ২৫ টাকা, পালং শাক ১০ টাকা, লাউ শাক ২০ টাকা, ঘি কাঞ্চন ১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এসময় নথুল্লাবাদের সবজি বিক্রেতা মো. মনিরুল ইসলাম জানান, শীতকালীন সবজি এখনও বাজারে থাকায় সবজির দাম স্থিতিশীল রয়েছে। শীতকালীন সবজি না থাকলে গ্রীষ্মকালীন সবজির উপর প্রভাব পড়ত। আর তাতেই সবজির দাম বৃদ্ধি পেয়ে যেত। শীতকালীন সবজির আমদানি অব্যাহত থাকায় বাজারমূল্যে তেমন কোন প্রভাব পড়েনি। অপরদিকে নতুন বাজারের সবজি বিক্রেতা কাওসার জানান, সবজির আমদানি বেশি থাকায় ক্রেতা চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। যার ফলে দামে স্থিতিবস্থা বিরাজ করছে। আমদানি কমে গেলে ক্রেতা চাহিদা সম্ভব না হওয়ায় দাম ধীরে ধীরে বৃদ্ধি পায়। তবে, সামনের দিকে সবজির দাম আরও কমবে বলে জানান তারা।
Post Views:
২৭৯
|
|