Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১২:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর আবাসিক হোটেল নূপুরের মালিক রাব্বী’র বিরুদ্ধে মামলা 
Tuesday August 14, 2018 , 12:32 pm
Print this E-mail this

লিগ্যাল নোটিশটি সাকিরুল ইসলাম রাব্বী গ্রহণ না করে ফেরত আসায় বাদী চেক প্রতারণা মামলাটি দায়ের করেন

বরিশাল নগরীর আবাসিক হোটেল নূপুরের মালিক রাব্বী’র বিরুদ্ধে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর লাইন রোডে আবাসিক হোটেল নূপুর এর মালিক সাকিরুল ইসলাম রাব্বী’র বিরুদ্ধে একটি চেক প্রতারনার মামলা দায়ের করা হয়েছে। রবিবার বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এর আমলী আদালতে সঞ্জয় কুমার গুহ বাদী হয়ে চেক প্রতারনা মামলাটি দায়ের করেন, যার মামলা নং সিআর ৫৪১/২০১৮ ইং। বিচারক মারুফ আহম্মেদ মামলাটি আমলে নিয়ে রাব্বীকে আগামী ১৪ অক্টোবর স্ব-শরীরে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারী করেন। সূত্রে জানা গেছে, আবাসিক হোটেল নূপুরের মালিক সাকিরুল ইসলাম রাব্বী মামলার বাদী সঞ্জয় কুমার গুহকে ব্যবসা প্রতিষ্ঠানের জামানত বাবদ পাওনা ৪ লাখ ৮০ হাজার টাকা পরিশোধের জন্য এশিয়া ব্যাংক বরিশাল শাখা বরাবর ২৮/০৩/২০১৮ ইং তারিখে একটি চেক প্রদান করেন। ব্যাংকের একাউন্টে উক্ত টাকা না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ একাধিকবার তাকে উক্ত টাকা পরিশোধ করার জন্য জানালেও রাব্বী টাকা পরিশোধ না করায় গত ৮ জুলাই উক্ত চেকটি ডিজঅনার হয়। পরে আইনজীবির মাধ্যমে এক মাসের সময় দিয়ে গত ৯ জুলাই সাকিরুল ইসলাম রাব্বীকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করা হয়। লিগ্যাল নোটিশটি সাকিরুল ইসলাম রাব্বী গ্রহণ না করে ফেরত আসায় সঞ্জয় কুমার গুহ বাদী হয়ে চেক প্রতারণা মামলাটি দায়ের করেন।




Archives
Image
বরিশালে জসিম উদ্দিনের অস্ত্র জমা নিয়ে গনমাধ্যমে তথ্য বিভ্রাট
Image
ইউনূস-মোদি বৈঠক হবে কিনা, যা বলছেন বিশ্লেষকরা
Image
দিল্লি হয়ে শনিবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু
Image
ছুটিতে থাকা পুলিশ সদস্যের কাণ্ড : প্রকাশ্যে তরুণকে মারতে মারতে থানায়
Image
আশুলিয়ায় লাশ পোড়ানোর আরেক ‘কারিগর’ গ্রেপ্তার