প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে যাত্রীবাহি বাস থেকে ৫ মণ জাটকা উদ্ধার, আটক ২
Monday November 19, 2018 , 12:03 pm
উদ্ধার ৫ মণ জাটকা বরিশাল শহরের বিভিন্ন মাদরাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ
বরিশাল নগরীতে যাত্রীবাহি বাস থেকে ৫ মণ জাটকা উদ্ধার, আটক ২
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে যাত্রীবাহি পরিবহন থেকে ৫ মণ জাটকা ইলিশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সেই বাস থেকে ২ ব্যবসায়িকে আটক করা হয়েছে। রোববার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর ঢালে কোতয়ালি মডেল থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ। আটক ২ ব্যবসায়ি হলেন, পটুয়াখালীর আলীপুর থানার বাসিন্দা লিটন হাওলাদার এবং জাকির হোসেন। বরিশাল জেলা মৎস্য অফিসের কর্মকর্তা বিমল চন্দ্র (ইলিশ) জানিয়েছেন, পটুয়াখালী থেকে যাত্রী পরিবহনের জাটকা ইলিশ রাজধানীতে নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নিয়ে অবস্থান করেন। রাত সাড়ে ৮ টার দিকে বেপারী পরিবহনের একটি বাস আসলে আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে বরিশাল-ঢাকা মহাসড়কে তল্লাশি চালিয়ে ৫ মণ জাটকা উদ্ধার করা হয়েছে। সেই সাথে জাটকা পাচারে নিয়োজিত ২ ব্যবসায়িকেও আটক করা হয়। আটক ব্যবসায়িদের বরিশাল জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে তুলে সাত দিন করে কারাদন্ড ও ২’শ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। একই সাথে উদ্ধার ৫ মণ জাটকা বরিশাল শহরের বিভিন্ন মাদরাসা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন বিমল চন্দ্র (ইলিশ)।