পালিয়ে যাওয়া অপর মাদক ব্যবসায়ী পুত্রের নাম রিয়াজুল ইসলাম রেজিন
বরিশাল নগরীতে মাদকসহ পিতা-পুত্র আটক, পিতার কারাদন্ড
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর গোরস্থান রোডের চিহ্নিত মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা ও ফেন্সিডিল। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়েছে অপর মাদক ব্যবসায়ী পুত্র। আটককৃতরা হলো, নগরীর ২২নং ওয়ার্ডস্থ গোরস্থান রোডের গফুর মিয়ার লেন এর বাসিন্দা হারুন অর রশিদ (৬০) ও তার ছেলে রাকিবুল হাসান রনি। পালিয়ে যাওয়া অপর মাদক ব্যবসায়ী পুত্রের নাম রিয়াজুল ইসলাম রেজিন। এদিকে আটককৃত মাদক ব্যবসায়িদের মধ্যে হারুন অর রশিদকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সোমবার রাতে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহামুদা কুলসুম মনি মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এই দন্ডাদেশ দেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ হোসেন জানান, দীর্ঘ দিন ধরেই গোরস্থান রোড ও অক্সফোর্ড মিশন রোড সহ পার্শ্ববর্তী এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো তিন পিতা-পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সোমবার বিকাল ৪টার দিকে মাদক দ্রব্য অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ হোসেন এর নেতৃত্বে মাদক ব্যবসায়ী পিতা-পুত্রের বাড়িতে অভিযান পরিচালিত হয়। এসময় সেখান থেকে ১শত গ্রাম গাঁজা সহ হারুনকে এবং ১০ বোতল ফেন্সিডিল সহ তার ছেলে রাকিবুল হাসান রনিকে আটক করা হয়। তবে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে অপর ছেলে রিয়াজুল ইসলাম রেজিন পালিয়ে যায়। পরিদর্শক ফরহাদ আরো জানান, এই ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় আটক রাকিবুল হাসান রনি ও তার ভাই পালাতক রিয়াজুল ইসলাম রেজিনকে আসামী করা হয়েছে। অপর মামলায় তাদের বাবাকে মোবাইল কোর্টে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।