|
আগামী নির্বাচনে শ্রমিকদের সাথে লুঠপাঠকারীদের সাথে ভোট যুদ্ধে লড়াই করার জন্য শ্রমিক সংগঠন প্রস্তুত
বরিশাল নগরীতে ব্যাটারীচালিত রিক্সার লাইসেন্সের দাবীতে বিক্ষোভ, ভুখা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : হয় কাজ দেও নতুবা ব্যাটারিচালিত রিকসার লাইসেন্স দাও-এ শ্লোগান নিয়ে বরিশাল নগরী থেকে ব্যাটারিচালিত রিক্সা উচ্ছেদ বন্ধ করা সহ অবিলম্বে লাইসেন্স পাওয়ার দাবী জানিয়ে নগরীতে হাতে বাসন খোড়া নিয়ে বিক্ষোভ, ভুখা মিছিল ও মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করেছে ব্যাটারিচালিত রিক্সা-শ্রমিক-মালিক সংগ্রাম কমিটি ও সমাজতান্ত্রিক দল (বাসদ) শ্রমীক ফ্রন্ট। আজ (১৯-০৪-১৮) বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে ব্যাটারিচালিত রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির সভাপতি শাজাহান মিস্ত্রির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তরা বলেন, রিক্সা শ্রমিকদের উপর কোন প্রকার নির্যাতন হয়রানী করা হলে লাগাতার রিক্সা ধর্মঘট পালন করা সহ কঠোর কর্মসূচি পালন করা হবে। এসময় তারা আরো বলেন, যারা আজ সিটি কর্পোরেশনে বসে লুঠপাট করে খাচ্ছেন তাদেরকে এই শ্রমিকরাই নির্বাচিত করেছে। তাই আগামী সিটি ও জাতীয় নির্বাচনে সাধারন শ্রমিকরা এদেরকে আর দেখতে চায় না। আগামী নির্বাচনে শ্রমিকদের সাথে লুঠপাঠকারীদের সাথে ভোট যুদ্ধে লড়াই করার জন্য শ্রমিক সংগঠন প্রস্তুত। সমাবেশ থেকে সরকারের দৃষ্টি আকর্ষন করে বলেন উন্নয়নের নামে শ্রমিকদের পেটে লাথি মেরে প্রতারণা করছেন তা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান। শ্রমিকরা আরো বলেন, অবিলম্বে ব্যাটারিচালিত রিক্সা শ্রমিকদের লাইসেন্স প্রদান করা না হলে শ্রমিকদের আর শান্তি পূর্ণ কর্মসূচি থাকবে না বলে হুঁশিয়ারী উচ্চরন করেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, প্রকৌশলী এমরান হাবীব রুমন, বাবুল হাওলাদার, শহিদুল ইসলাম, মিঠুন চক্রবর্তী, অনান্য দাস প্রমি প্রমুখ। পরে রিক্সা শ্রমিক-মালিক সংগ্রাম কমিটির সদস্যরা তাদের কোলের দুধের শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে নগরীতে লাল পতাকার এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিল সদররোড, ফজলুল হক এ্যাভেনিয় সড়ক ও সিটি কর্পোরেশন মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর পূর্বে নগরীর ফকির বাড়ি সড়কস্থ বিজ্ঞান মঞ্চ আন্দোলন কার্যলয় শাখা থেকে মিছিল নিয়ে সদররোডে এসে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করে।
Post Views:
১,৫০৪
|
|