তদন্ত চলছে ও পাশাপাশি অভিযুক্তকারীদের গ্রেফতারেরও চেষ্টা চলছে
বরিশাল নগরীতে বাবার বন্ধু’র হাতে শিশু যৌন হয়রানির শিকার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে পিতার বন্ধুর হাতে সাত বছরের শিশু যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর নগরের রূপাতলী ২৪ নং ওয়ার্ড আক্কেল আলী সড়কের বাসিন্দা আলফা চালক মন্টু খলিফার মেয়ে ও সাগরদী পিটি আই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী (৭)-কে সন্ধার পরে নিজ বাসায় সকলের অজান্তে যৌন নিপিড়ন করে মিথিলার বাবা মন্টু খলিফার বন্ধু আয়নালী তালুকদারের পুত্র নুরু তালুকদার (৩৭)। ঘটনার পরবর্তীতে মিথিলা অসুস্থ হয়ে পড়লে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত নুরু পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় প্রভাবশালী মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও তা ভেস্তে যায়। এঘটনার প্রতিকার চেয়ে মন্টু খলিফা কোতয়ালী মডেল থানায় নুরু তালুকদার ও তার পিতা আয়নালী তালুকদারকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করেন। বর্তমানে অভিযুক্ত পিতা ও পুত্র দু’জনেই পলাতক রয়েছেন। এব্যাপারে বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই ইলিয়াস হোসেন জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ছিলাম এবং তদন্ত চলছে ও পাশাপাশি অভিযুক্তকারীদের গ্রেফতারেরও চেষ্টা চলছে।